অপারেশন সিঁদুর। একেবারে বেছে জঙ্গি শিবির উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের বীর সেনানীরা অসীম সাহসিকতাﷺর সঙ্গে নেমেছেন জঙ্গি নিধনে। গোটা দেশ তাঁদের পাশে রয়েছꦿে। তবে এই পরিস্থিতিতে অনেকের মনে একটা প্রশ্ন বার বার উঠছিল এই পরিস্থিতিতে আরএসএস কী ভাবছে?
এবার রাষ্ট্রীয় স্বংয়সেবক সঙ্ঘের তরফে এনিয়ে ব♊িবৃতি জারি করা হয়েছে।
আরএসএস জানিয়েছে, আমরা কেন্দ্রীয় সরকারের নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সশস্ত্র বাহিনীক𓆏ে অভিনন্দন জানাচ্ছি তাঁদের কড়া পদক্ষেপের জন্য, পাক স্পনসর্ড জঙ্গি ও তাদের সহায়তা করছে যারা তাদের বিরুদ্ধে এই অপারেশন সিঁদুর। পহেলগাঁওতে নিরস্ত্র পর্যটকদের উপর কাপুরুষের মতো হামলা হয়েছিল। এই পদক্ষেপ এবার সেই বেদনাহত পরিবারকে ও হিন্দু পর্যটকদের উপর যে নৃশংস হামলা হয়েছিল ত🍰ার ন্য়ায় বিচার দেওয়ার জন্য। এর মাধ্যমে আমাদের আত্মমর্যাদা ও নৈতিক জোর বৃদ্ধি পাচ্ছে।
‘ পুরোপুরি একমত যে জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানে তাদের পরিকাঠামো ও সাপোর্ট সিস্টেমের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ যেটা নেওয়া🍬 হচ্ছে তার সঙ্গে। এটা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিহার্য। এই জাতীয় সংকটের সময় গোটা দেশ সরকারের পাশে রয়েছে, সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। পাকিস্তানি সেনা আমাদের ধর্মীয় স্থানে ও সাধারণ মানুষের ঘরবাড়িতে যেভাবে সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা করছি এই পরিস্থিতিতে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা ব্যক্ত করছি। ’