নিজের সরকারি বাসভবনকে কোভিড স্বাস্থ্য কেন্দ্রে পরিণত করলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব৷ পটনার ১ নম্বর পোলো রোডের বাড়িকে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করেছেন বিহারের বিরোধী দলনেতা৷ এই বিষয়ে তেজস্বী জানিয়েছেন যে সেখানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, শয্যা, অক্সিজেন এবং বিনামূল্যে𝓡 খাবারের ব্যবস্থা করা হয়েছে৷
নিজের বাসভবনকে কোভিড সেন্টারে পরিণಌত করার প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যাতে সমস্ত সরকারি বাসভবনকে কোভিড কেয়ার সেন্টার বা কোয়ারেনটিন সেন্টারে পরিণত করা হয়৷ কারণ, সরকারি হাসপাতালে শয্যা, অক্সিজেন এবং অন্যান্য চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ৷'
তেজস্বী এই বিষয়ে আরও জꦉানান, তিনি ইতিমধ্যে সরকারকে চিঠি লিখেছেন৷ তেজস্বী জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এই বিষয়ে চিঠি লিখেছেন৷ তবে তেজস্বীর দাবি, তাঁর চিঠির কোনও উত্তর মুখ্যমন্ত্রীর তরফে আসেনি৷ তেজস্বী যাদব বলেন, 'আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে এই কোভিড সেন্টারে দায়িত্ব নেওয়ার জন্য৷ আমরা যে কোনও যেভাবে൲ সাহায্য করতে চাই৷ আমরা শুধু জানতে চাই যে আমরা কীভাবে সাহায্য করতে পারি৷'
এদিকে তেজস্বীকে কটাক্ষ করেছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি। বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ এই বিষয়ে দাবি করেন, তেজস্বী নাটক করছেন। নিখিল বলেন, 'করোনাকালে তেজস্বী নিজে দিল্লিতে আরামের জীবন যাপন করছে। বিহারে কোনও সংকট উপস্থিত হলেও ওনার পালানোর স্বভাব রয়েছে। যখন বিহার সরকার মানুষের জন্য কাজ করছে, তখন তেজস্বী বিহারে ঢোকার অনুমতি চাইছেন। তিনি কার কথায় দিল্লিতে গিয়েছিলেন?' বিজেপির অভিযোগ, পাপ্পু যাদবের জনপ্রিয়তা বেড়ে যাওয়াতে নিজের মুসলিম-যাদব ভ🤡োট ব্যাঙ্ক বাঁচাতে রাজ্যে ফিরতে চাইছেন তেজস্বী।
এদিকে এই বিষয়ে তেজস্বীকে কটাক্ষ করতে ছাড়েনি জেডিইউ। আইন সভায় জেডিইউ-র সদস্য নীরজ কুমার বলেন, 'এটা রাজনৈতিক স্টান্চবাজি করছেন তেজস্বী। আগে তেজস্বীকে এটা ꦆস্পষ্ট করে জানাতে হবে যে কোভিড রোগীদের মনোবল বাড়াতে তিনি নিজে তাঁর বাসভবনে থাকবেন কি না। সরকারি বাসভবনে এভাবে কোভিড কেয়ার সেন্টার তৈরি করা চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই না। এট বড় নাটক। এর আসল স্বার্থ স্পষ্ট নয়।'