৭ মে মধ্যরাতে পাকিস্তানের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের সাফল্যের পরেই বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘ থেকে শুরু করে ব্রিটেন, ফ্রান্স, কাতার, আরব আমিরশাহী প্রভৃতি দেশ এই পরিস্থিতিতে দু পক্ষকে সংযত হওয়ার বার্তা দিয়েছে। জঙ্গি নিধন অভিযানে ভারতের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে ইজরায়েল, পানামা। এবার, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়াল তুরস্ক এবং আজারবাইজান।
আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পরেই নিরাপত্তায় জোর, উত্তরপ্রদেশে জারি হল রেড অ্যালার্ট
পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে ১০০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জঙ্গিদের লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কোনও সামরিক ঘাঁটি লক্ষ্য করা হয়নি। তবে পাকিস্তানের দাবি, অপারেশন সিঁদুরের ফলে সাধারণ নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানের সেই দাবিকে সমর্থন করে তুরস্ক এবং আজারবাইজানের বিদেশ মন্ত্রক পাকিস্তানের সমর্থনে আলাদা বিবৃতি জারি করেছে। তুরস্কের বিদেশ মন্ত্রক এক্স পোস্টে বিবৃতি জারি করে লিখেছে, ‘আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান ঘটনাবলি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। গত রাতে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। আমরা এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপের পাশাপাশি বেসামরিক নাগরিক এবং বেসামরিক বসতি লক্ষ্য করে আক্রমণের নিন্দা জানাই।’
তুরস্কের বিদেশ মন্ত্রক উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আরও বলা হয়েছে, ‘আমরা আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলে উত্তেজনা কমাতে ব্যবস্থা নেওয়া হবে এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’ এরপরেই পাকিস্তানকে সমর্থন জানিয়ে দেশটির বিদেশ মন্ত্রক বলেছে, ‘আমরা ২২ এপ্রিলের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তের জন্য পাকিস্তানের আহ্বানকেও সমর্থন করি।’