শীঘ্রই ১২ লক্ষ টন গম রফতানিতে অনুমতি দিতে কেন্দ্র সরকার। গত মাসেꦜ গম রপ্তানিতে নিষেধাজ্ঞার পর থেকে বিপুল গম আটকে আছে বিভিন্ন বন্দরে। সেটা নষ্ট না করে রফতানি করা হোক, সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারি আধিকারিক ও বাণ💫িজ্য গোষ্ঠী সূত্রে মিলেছে এই খবর।
তবে নয়া🔴দিল্লির এত বেশি রফতানির অনুমতি দিলেও চিন্তায় ব্যবসায়ীরা। এর পরেও, প্রায় ৫ লক্ষ টন গম বিভিন্ন বন্দরে আটকে থাকবে। বহু ব্যবসায়ী রফতানি পারমিট পাননি। ওয়াকিবহাল সূত্রে এমনই খবর রয়টার্সের।
গত ১৪ মে নয়াদিল্লি হঠাত্ই গম র🉐প্তানি নিষিদ্ধ করে। তবে কেন্দ্র এটাও বলেছিল যে, এটি꧋ ইতিমধ্যে জারি করা ক্রেডিট লে❀টার (LC) দ্বারা সমর্থিত বিদেশি রফতানির ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। কোনও দেশের খাদ্য সুরক্ষার চাহিদা মেটাতে সরবরাহ করা হলে, তাতে বাধা দেওয়া হবে না।
চলতি মাসের শু📖রুতেই সীমিত পরিমাণে গম রপ্﷽তানির অনুমতি দিয়েছিল সরকার। মোট ৪,৬৯,২ꩲ০২ টন গম বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া হয়।
বর্তমানে প্রায় ১.৭ মিলিয়ন টন গম বন্দরগুলিতে পড়ে আছে। বর্ꦇষাকালের বৃষ্টিতে তা ক্ষতিগ্রস্থ হতে পারে। ফলে সেগুলি প্রয়োজনমাফিক রপ্তানি করাই বুদ্ধিমানের কাজ হবে।