সামনেই লোকসভা ভোট। তার আগে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে একেবারে উঠেপড়ে লেগেছে সরকার। এর আগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার গম মজুতের উর্দ্ধসীমা নির্ধারন করে দিল কেন্দ্র। ব্যবসায়ীরা, পাইকারি ব্যবসায়ীরা, খুচরো ব্যবসায়ীরা গমে💜র অতিরিক্ত মজুত করতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে নোটিসে একথা জানানো হয়েছে।
মূলত অসাধু ব্য়বসায়ীরা যাতে অতিরিক্ত গম মজুত করতে না পারেন, যাতে তারা কালোবাজারি করতে না পারেন সেজন্যই𝓀 এই কড়াকড়ি ব্য়বস্থা। সূত্রের খবর, ১২ জুন এনিয়ে নোটিশ জারি করা হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ সাল পর💛্যন্ত এই নোটিশের কার্যকারিতা থাকবে।
নোটিশে বলা হয়েছে, গম মজুতের সমস্ত বিষয়গুলি গমের স্টক লিমিট পোর্টালে নথ𒊎িভুক্ত করতে হবে। প্রতি শুক্রবার এই গমের স্টকের অবস্থান আপডেট করতে হবে।
মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, কোনও ক্ষেত্রে যদি দেখা যায় এই স্টক ঠিকঠাক থাকছে না, যদি দেখা যায় যে ব্যবসায়ীরা তাদের স্টক লিমিট, পোর্টালে উল্লেখ করছেন না তবে তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা 💦নেওয়া হবে। এসেনসিয়াল কমোডিটিস অ্য়াক𝓰্ট ১৯৫৫ অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।
অন্যদিকে কোনও ক্ষেত্রে যদি দেখা যায় স্টকটা ঠিকঠাক ন🧔েই, তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে বলা হবে ৩০ দিনের মধ্য়ে সেই স্টক ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হবে।
মন্ত্রকের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকরা স্টক লিমিটের দিকে কড়া ন🎃জরদারি চালাবেন। কোনও ক্ষেত্রে যদি দেখা যায় যে স্টক লিমিট মানা হচ্ছ🌳ে না তবে তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে।
এখানেই শেষ নয়, খো🐎লা বাজারে গমের পরিমাণ যাতে বৃদ্ধি করা যায় সেটাও দেখা হবে। অন্যদিকে একাধিক এজেন্সিকে বলা হয়েছে, কিছু গমকে আটাতে পরিণত করা হবে। সেই 🌜আটাকে ভারত আটা ব্র্যান্ডের মাধ্য়মে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এটা ২৭.৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।