মুখে সর্বদা থাকত হাসি, ভরসা পেতেন সকলে - মণিপুরে কর্নেল ত্রিপাঠীকে হারাল ভারত Updated: 13 Nov 2021, 09:08 PM IST Ayan Das শনিবার মণিপুরের চূড়াচন্দ্রপুরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠীর। মৃত্যু হয়েছে আরও চার জওয়ানের। মারা গিয়েছেন কর্নেল ত্রিপাঠীর স্ত্রী এবং ছেলেও।