যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই ঘটল। ইয়োনেক্স অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শুরুটা দাপটের সঙ্গেই করলেন পিভি সিন্ধু। মালেশিয়ার অবাছাই প্রতিযোগী সোনিয়া চে সু ইয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেন পঞ্চম বাছাই পিভি সিন্ধু। খেলার ফল ২১-১১, ২১-১৭। সিন্ধু জিতলেও টুর্নামেন্টের প্রথ꧂ম দিনটা ভারতের মোটেও ভাল গেল না। পুরুষদের সিঙ্গলস থেকে ছিটকে গেলেন পারুপল্লি কাশ্যপ এবং কিদম্বি শ্রীকান্ত।
প্রথম দিনেই পারুপল্লি কাশ্যপের প্রতিপক্ষ ছিলেন জা🍷পানের কেনতো মোমোতা। প্রথম সেট ১৩-২১ উড়ে গেলেও, দ্বিতীয় সেটে শীর্ষবাছাই মোমোতোকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন কাশ্যপ। তবে শেষ রক্ষা হয়নি। ২০-২২-এ হেরে য🅠ান তিনি। কিদম্বি শ্রীকান্ত আবার হারেন ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোর কাছে। বিশ্ব র্যাঙ্কিং ৫৭ নম্বরে থাকা প্রতিযোগীর কাছে প্রথম রাউন্ডেই শ্রীকান্তের হারাটা নিঃসন্দেহে ভারতের কাছে বড় ধাক্কা। তিন সেটের লড়াইয়ে ইন্দোনেশিয়ার শাটলার জেতেন ১১-২১, ২১-১৫, ১২-২১-এ।
পুরুষরা নিরাশ করলেও এ দিন ভারতের মহিলা শাটলাররা কিন্তু ভাল ফল করেন। সিন্ধু ছাড়াও মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে জয় পায় অশ্বিনী পোনাপ্পা-এন সিক্কি রেড্ডি জুটি। মাত্র ত্রিশ মিনিটে ভারতের এই জুটি উড়িয়ে দেয় থাইল্যান্ডের বেনিয়াপা ও নুনতাকর্ন আইমসার্দ জুটিকে। পোনাপ্পারা জিতলেন ২১-১৪, ২১-১২-এ। তবে পুরুষদের ডাবলসে সাত্ত꧋্বিক-চিরাগ জুটি মুখরক্ষা করেন। মাত্র ১৯ মিনিটেই ইন্দো-ইংলিশ জুটি অনিরুদ্ধ মায়েকর এবং নিখার গর্গকে ২১-৭, ২১-১০-এ উড়িয়ে দিয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।