সব ভা🧔লো জিনিসেরই একটা শেষ থাকে। মন মানতে না চাইলেও ধ্রুব সত্যিটা অস্বীকার করার উ🦩পায় নেই। রোহিত-কোহলির মতো সুপারস্টাররাও ব্যতিক্রমী নন। এমনটা নয় যে, রোহিত শর্মা ও বিরাট কোহলি এখনই বাতিলের খাতায় পড়ে গিয়েছেন। বরং এখনও ফুরিয়ে যাননি দুই তারকা। তবে গত ৫ বছরে ক্রিকেটপ্রেমীদের যারপরনাই আনন্দ ও ভারতীয় ক্রিকেটকে বিস্তর সাফল্য এনে দেওয়ার পরে এটা মেনে নিতেই হয় যে, সর্বকালের অন্যতম দুই সেরা তারকা তাঁদের বর্ণোজ্জ্বল কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন। অস্তাচলে যাওয়ার আগে শেষবেলায় রাঙিয়ে যাওয়ার কাজ করছেন মাত্র।
রোহিত ও কোহলির আন্তর্জাতিক কেরিয়ার কার্যত সমান্তরালে এগিয়েছে। জাতীয় দলে দুই তারকার অবদানও একই পর্যায়ের। জাতীয় দল ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন দু'জনেই। তবে ৫টি আইপিএল ট্রফি জয় ও টি-২০ বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করানোর পরে নেতা হিসেবে রোহিতের প্রভাব তুলনায় বেশি দেখাচ্ছে।♍ তবে ব্যাট হাতে ব্যক্তিগত পারফর্ম্যান্সে রোহিতকে বেশ কিছুটা পিছ🌌নে ফেলে দিয়েছেন বিরাট।
রোহিত ও কোহলি ইতিমধ্যেই❀ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। স্বচ্ছায় হোক অথবা বাধ্য হয়ে, আইপিএল দলের নেতৃত্ব খুইয়েছেন দুই তারকাই। ফর্মের নিরিখে রোহিত ও কোহলিকে নিজেদের দুর্দান্ত অতীতের ছায়া মনে হচ্ছে। সুতরাং, যে কোনও দিন আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করতে পারেন দুই কিংবদন্তি।
ক্যাপ্টেন হিসেবে সম্ভাবনা জাগিয়েও দেশকে ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করাতে না পারার আক্ষেপ নিয়েই সম্꧟ভবত রোহিতকে শেষ করতে হবে কেরিয়ার। কোহলির আক্ষেপ থকাতে পারে অন্য জায়গায়। সচিনের একশো সেঞ্চুরির রেকর্ড ভাঙার ক্ষেত্রে কোহলির উপরেই বাজি ধ♔রেছিল ক্রিকেটবিশ্ব। তবে দেওয়াল লিখনটা পড়তে পারলে বুঝে নিতে অসুবিধা হয় না যে, ক্রিকেটের ঈশ্বরের পদপ্রান্তে থেকেই বিদায় নিতে হবে বিরাটকে।
২০২০ সালে কোহলির আন্তর্জাতিক পারফর্ম্যান্স
বিরাট কোহলি ২০২০ সালে ৩টি টেস্টে ১১৬ রান করেন। ৯টি ওয়ান ডে ম্যাচে করেন ৪৩১ রান। ১০টি আন্তর্জাতিক টি-🧔২০🐎 ম্যাচে সংগ্রহ করেন ২৯৫ রান।
২০২১ সালে কোহলির আন্তর্জাতিক পারফর্ম্যান্স
বিরাট কোহলি ২০২১ ❀সালে ১১টি টেস্টে ৫৩৬ রান করেন।𒈔 ৩টি ওয়ান ডে ম্যাচে করেন ১২৯ রান। ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সংগ্রহ করেন ২৯৯ রান।
২০২২ সালে কোহলির আন্তর্জাতিক পারফর্ম্যান্স
বিরাট কোহলি ২০২২ সালে ৬টি টেস্টে ২৬৫ র𓆏ান করেন। ১১টিไ ওয়ান ডে ম্যাচে করেন ৩০২ রান। ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সংগ্রহ করেন ৭৮১ রান।
২০২৩ সালে কোহলির আন্তর্জাতিক পারফর্ম্যান্স
বিরাট কোহলি ২০২৩ সালে ৮টি টেস্টে🔯 ৬৭১ রান করেন। ২৭টি ওয়ান ডে ম্যাচে করেন ১৩৭৭ রান। ২০২৩ সালে🅺 কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি বিরাট।
২০২৪ সালে কোহলির আন্তর্জাতিক পারফর্ম্যান্স
বিরাট কোহলি ২০২৪ সালে ১০টি টেস্ট𝓰ে ৪১৭ রান করেন। ৩টি ওয়ান ডে ম্যাচে করেন ৫৮ রান। ১০টি আন্তর্জা🏅তিক টি-২০ ম্যাচে সংগ্রহ করেন ১৮০ রান।
২০২০ থেকে ২০২৪ পর্যন্ত কোহলির আইপিএল পারফর্ম্যান্স
২০২০: ১৫ ম্যাচে ৪৬৬ রান করไেন। হাফ-সেঞ🔴্চুরি করেন ৩টি।
২০২১: ১৫ ম্যাচে ৪০৫ রান করেন। হাফ-সেঞ্চুরি করেন꧃ ৩টি🍒।
২০ℱ২২: ১৬ ম্যা꧑চে ৩৪১ রান করেন। হাফ-সেঞ্চুরি করেন ২টি।
২০২৩🐻:ജ ১৪ ম্যাচে ৬৩৯ রান করেন। ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন।
২০২৪: ১৫ ম্যাচে ৭৪১ রা🌊ন করেন। ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করেন।
২০২০ সালে রোহিতের আন্তর্জাতিক পারফর্ম্যান্স
রোহিত শর্মা ২০২০ সালে কোনও টেস্ট খেলেননি। ৩টি ওয়ান ডে🍌 ম্যাচে করেন ১৭১ রান। ꦿ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সংগ্রহ করেন ১৪০ রান।
২০২১ সালে রোহিতের আন্তর্জাতিক পারফর্ম্যান্স
রোহিত শর্মা ২০২১ সালে ১১টি টেস্টে ৯০৬ রান করেন। ৩টি ওয়ান ডে ম্যাচে করেন ৯০ রান। ১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সংগ্রহ 🎀করেন ৪২৪ রান।
২০২২ সালে রোহিতের আন্তর্জাতিক পারফর্ম্যান্স
রোহিত শর্মা ২০২২ সালে ২টি টেস্টে ৯০ রান করেন। ৮টি ওয়ান ডে 🔯ম্যাচে করেন ২৪৯ রান। ꦺ২৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সংগ্রহ করেন ৬৫৬ রান।
২০২৩ সালে রোহিতের আন্তর্জাতিক পারফর্ম্যান্স
রোহিত শর্মা ২০২৩ সাল꧙ে ৮টি টেস্টে ৫৪৫ রান করেন। ২৭টি ওয়ান ডে ম্যাচে করেন ১২৫৫ রান। ২৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সংগ্রহ করেন ৬৫৬ রান। ২০২৩ সালে কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি রোহিত।
২০২৪ সালে রোহিতের আন্তর্জাতিক পারফর্ম্যান্স
রোহিত শর্মা ২০২৪ সালে ১৪টি টেস্টে ৬১৯ রান করেন। ৩টি ওয়ান ডে ম্যাচে করেন ১৫৭ রান। ১১টি 🃏আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সংগ্রহ করেন ৩৭৮ রান।
২০২০ থেকে ২০২৪ পর্যন্ত রোহিতের আইপিএল পারফর্ম্যান্স
২০২০: ১২ ম্যাচে ৩৩২ রান করেন। হাফ-সে🦂ঞ্চুরি করেন ৩টি।
২০২১: ১৩ ম্যাচে ৩৮১ রান করেন। হাফ-সেঞ্চুরꦬি করেন ১টি।
২০২২: ১৪ ম্যাচে ২৬৮ রান করেন।
꧂২০২৩: ১৬ ম্যাচে ৩৩২ রান করেন। হাফ-সেঞ্চুরি করেন ২টি।
২০২৪: ১৪ ম্যাচে ৪১৭ রান করেন। ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সে✃ঞ্চুরি করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।