ঘরের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে রঞ্জি ট্রফি অভিযান শুরু করেছে বাংলা। এবার ইডেনে তাদের লড়াই হিমাচলপ্রদেশের বিরুদ্ধে। অভিমন্যু ঈশ্বরন এখনও জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে রয়েছেন। ফলে এই ম্য়াচেও বাংলার নেতৃত্ব মনোজ তিওয়ারির হাতে। বাংলা অবশ্য চোটের জন্য এই ম্য়াচে পাচ্ছে না পে♎সার পেসার প্রীতম চক্রবর্তীকে।
প্রথম দিনের খেলা শেষ
একসময় মাত্র ৪𒉰৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলা। সেখান থেকে তারা প্রথম দিনের খেলা শেষ করে ৯ উইকেটে ৩১০ রান তুলে। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ৭৮ ওভার ব্যাট করেছে বাংলা। দুর্দান্ত শতরান করে অপরাজিত থাকেন অনুষ্টুপ মজুমদার। তিনি দিনের শেষে ১৫৯ রান করেছেন। ২০৫ বলের ইনিংসে তিনি ২১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১টি বাউন্ডারির♋ সাহায্যে ২৩ বলে ৬ রান করে নট-আউট থাকেন ইশান পোড়েল। হিমাচলের সিদ্ধার্থ শর্মা ৬৯ রানে ৫ উইকেট নিয়েছেন।
দেড়শো টপকালেন অনুষ্টুপ
২১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯৫ বলে ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি টপকে যান অনুষ্টুপ মজুমদা🌳র। বাংলা ৯ উইকেট হারিয়ে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায়। ৭৬.২ ওভার শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ৩০২ রান। অনুষ্টুপ ১৫২ ও ইশান ৬ রানে ব্যাট করছেন।
রবিকান্ত সিং আউট
রঞ্জি অভিষেকে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না রবিকান্ত সিং। ৭ বলে ১ রান করে আ🍸উট হন তিনি। ৬৮.২ ওভারে সিদ্ধার্থ শর্মার বলে বোল্ড হন রবিকান্ত। সিদ্ধার্থ প্রথম ইনিংসে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন। বাংলা প্রথম ইনিংসে ২৬০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল। ৭১ ওভার শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ২৮৪ রান। ১৩৯ রানে ব্যাট করছেন অনুষ্টুপ। ২ রান করেছেন ইশান।
আকাশ দীপ আউট
৬৫.৬ ওভারে মায়াঙ্ক ডাগরের বলে কুমারের হাতে ধরা পড়েন আকাশ দীপ। ৪৫ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৩টি চ🃏ার ও ২টি ছক্কা। বাংলা দলগত ২৫৩ রানের মাথায় ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেককারী রবিকান্ত সিং। অনুষ্টুপ ১১৬ রানে ব্যাট করছেন।
অনুষ্টুপের শতরান
১৫টি বাউন্ডারির সাহায্যে ১৪৮ বলে ব্যক্তিগত শ💜তরান পূর্ণ করেন অনুষ্টু♛প মজুমদার। ৬১ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৭ উইকেটে ২৩২ রান। অনুষ্টুপ ১০৫ ও আকাশ দীপ ২২ রানে ব্যাট করছেন।
২০০ টপকাল বাংলা
ইনিংসের ৫৬তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ৫৬ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স♔্কোর ৭ উইকেটে ২১২ রান। অনুষ্টুপ ১৩৭ বলে ৯০ ও আকাশ দীপ ১১ বলে ১৭ রানে ব্যাট করছেন। অনুষ্টুপ ১৩টি চার মেরেছেন। আকাশ দীপ ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৫৬ ওভারের খেল❀ার শেষে চায়ের বিরতিতে যায় দু'দল।
অভিষেক পোড়েল আউট
৫২.৪ ওভারে বৈ𝕴ভব আরোরার বলে প্রশান্ত চোপড়ার হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ১১ বলে ১২ রান করেন তিনি। মারেন ৩টি চার। বাংলা ১৮৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ দীপ।
শাহবাজ আহমেদ আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফিরলেন শাহবাজ আহমেদ। ৪৮.১ ওভারে সিদ্ধার্থের বলে চোপড়ার হাতে ধরা পড়েন তিনি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৯৭ বলে ৪৯ রান করে ক্রিজ ছাড়েন শাহবাꩲজ। বাংলা ১৫৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল। ২৯ ওভার শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ১৬২ রান। অনুষ্টুপ ৬৩ ও অভিষেক ৮ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি অনুষ্টুপের
৮টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ♔্চুরি পূর্ণ করলেন অনুষ্টুপ মজুমদার। ৪৩ ওভার শেষে বাংলার সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১৪২ রান। ৯২ বলে ৫৫ রান করেছেন অনুষ্টুপ। ৮৬ বলে ৪৫ রান করেছেন শাহবাজ। তিনি ৫টি💞 চার মেরেছেন।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় অনুষ্টুপ-শাহবাজ
৪০ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৫ উইকেটে ১৩২ রান। ৮৫ বলে ৪৬ রান করেছেন অনুষ্টুপ। মেরেছেন ৭টি চার। ৫টি বাউ𒐪ন্ডারির সাহায্যে ৭৫ বলে ৪৪ রান করেছেন শাহবাজ আহমেদ।
১০০ টপকাল বাংলা
লাঞ্চের পরে প্রথম ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল বাংলা। ৩৩ ওভার শেষে বাংলার সংগ্রহ ৫ উইকেটে ১০🍰৫ রান। ৬৪ বলে ৩৮ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। তিনি ৬টি চার মেরেছেন। ৫৪ বলে ৩০ রা🌺ন করেছেন শাহবাজ আহমেদ। তিনি ৪টি চার মেরেছেন।
লাঞ্চের বিরতি
হিমাচলপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনের লাঞ্চে বাংলা শুরুতে ব্য়াট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮৮ রা෴ন তুলেছে। ৫৭ বলে ২৯ রান করেছে লড়াই চালাচ্ছেন অনুষ্টুপ মজুমদার। তিনি ৪টি চার মেরেছেন। শাহবাজ আহমেদ ৪৯ বলে ২২ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ৩টি চার মেরেছেন। বাংলা সাকুল্যে ৩১ ওভার ব্যাট করে দিনের প্রথম সেশনে।
শাহবাজকে নিয়ে হাল ধরছেন অনুষ্টুপ
২৭ ও🥀ভার শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ৭৭ রান। অনুষ্টুপ মজুমদার ৫৪ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৪টি চার। শাহবাজ আহমেদ ২৮ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ২টি চার।
মনোজ তিওয়ারি আউট
১৭.১ ওভারে কেডি সিংয়ের বলে অঙ্কিত কলসির হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। ৬ বলে ৩ রান করেন বাংলা দলনায়ক। বাংলা ৪৪ রানে🅘 ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। ১৯ ওভার শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ৫৩ রান। অনু༒ষ্টুপ ১৪ ও শাহবাজ ৫ রানে ব্যাট করছেন।
সুদীপ ঘরামি আউট
১৪.৩ ওভারে ঋষি ধাওয়ানের বলে বোল্ড ꦚহয়ে মাঠ ছাড়েন সুদীপ ঘরামি। ২৬ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলা ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে 🔜বসে। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।
পরপর ২ বলে আউট অভিষেক-সায়ন
বাংলার টপ অর্ডারে ধস নামালেন সিদ্ধার্থ শর্মা। ৯.১ ওভারে সিদ্ধার্থের বলে এলবিডব্লিউ হন অভিষেক দাস। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১১ রান করেন তিনি। বাংলা ২৯ রানের মাথায় ২ উইকেট হারায়। ঠিক পরের বলেই সদ্য ক্রিজে আসান সায়ন শেখর মণ্ডলকে সাজঘরে ফেরান সিদ্ধার্থ। কুমারের হাতে ধরা পড়েন 𓃲তিনি। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন সায়ন। বাংলা ২৯ রানের মাথায় ৩ উইকেট হারায়। ব্যাট করতে ✤নামেন অনুষ্টুপ মজুমদার। সিদ্ধার্থ ৫ ওভারে ১টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
কৌশিক ঘোষ আউট
৭.৩ ওভারে সিদ্ধার্থ শর্মার বলে ঠাকুরের দস্তানায় ধরা পড়েন কৌশিক ঘোষ। ৩০ বলে ৪ রান করেন তিনি। বাংলা দলগত ২০ রানের মাথায় ১ཧ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুদীপ ঘরামি। ৯ ওভার শেষে বাংলার স্কোর ১ উইকেটে ২৯ র🐬ান। অভিষেক দাস ১১ ও সুদীপ ঘরামি ৪ রানে ব্যাট করছেন।
কৌশিককে সঙ্গে নিয়ে ওপেনে অভিষেক
কৌশিক ঘোষকে সঙ্গে নিয়ে বাংলার হয়ে ওপেন করতে নামেন অভিষেক দাস। ৫ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১৪ রান🌜। অভিষেক ৫ ও কৌশিক ৩ রানে ব্যাট করছ𝓀েন।
হিমাচলপ্রদেশের প্রথম একাদশ
রাঘব ধাওয়ান, প্রশান্ত চোপড়া, অঙ্কিত কলসি, অমিত কুমার, আকাশ বশিষ্ট, ঋষি ধাওয়ান ဣ(ক্যাপ্টেন), প্রবীণ ঠাকুর (উইকেটকিপার), মায়াঙ্ক ডাগর, বৈভব আরোরা, সিদ্ধা🐼র্থ শর্মা, কেডি সিং।
বাংলার প্রথম একাদশ
অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), অভিষেক পোড়েল🦂 (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, সায়ন শেখর মণ্ডল, 𓄧আকাশ দীপ, ইশান পোড়েল ও রবিকান্ত সিং।
রঞ্জি অভিষেক রবিকান্তের
প্রীতম চক্রবর্ꩵতী চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ফলে তাঁর জায়গায় হিমাচল ম্যাচে নতুন কাউকে খেলাতেই হতো বাংলাকে। রবিকান্ত সিংয়ের রঞ্জি অভিষেক হয় এই ম্যাচে। ইডেনে ২৮ বছর বয়সী পেসারের হাতে বেঙ্গল ক্যাপ তুলে দেন কোচ লক্ষ্মীরতন🍒 শুক্লা।
টস হারল বাংলা
হিমাচলপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় ম্যাচে টস ꦏহারল বাংলা। টস জিতে হিমাচলপ্রদেশ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাকে। সুতরাং, ইডেনে রান তাড়া করবেন ঋষি ধাওয়া🍌নরা। শুরুতে ব্যাটিং মনোজদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।