🧜 শেষ আটটা ডার্বি হেরেছে ইস্টবেঙ্গল। দুই ক্লাব ISL-এ নাম লেখানোর পর থেকে ইস্টবেঙ্গল আর ডার্বির মুখ দেখেনি। ফলে এটা নিয়ে খোঁচা কম খেতে হয়নি লাল হলুদ সমর্থক থেকে ক্লাবের কর্তাদের। এবার নয় নম্বর ডার্বি খেলতে নামবে দুই দল। আটটা ডার্বি হারের পর এবার নবম ডার্বিতে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গলের কোচ। এই ম্যাচ থেকেই জয়ে ফিরতে চাইছেন লাল হলুদ সমর্থকরা। তবে মোহনবাগান যে তাদের ছাড়বে না সেটা ম্যাচের আগের দিনেই বোঝা গেল। মাঠের বাইরেই ইস্টবেঙ্গল কর্তাদের খোঁচা দিলেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। আসলে লাল হলুদ কর্তারা টিকিট নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা নিয়েই এবারে কটাক্ষ করলেন সবুজ মেরুন কর্তা।
💯ডুরান্ড ডার্বির টিকিটকে সামনে রেখে এবারে ইস্টবেঙ্গল কর্তাদের নিয়ে মজা করলেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। আসলে এবারে দুই ক্লাবকে ডার্বির টিকিট খুব কম সংখ্যক দিচ্ছে ডুরান্ড কতৃপক্ষ। যা দেখে ইস্টবেঙ্গলের কর্তারা তেলে বেগুনে চটেছেন। রাগ এতটাই ছিল যে তারা টিকিটই নেয়নি। আসলে কয়েকদিন আগেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও ডুরান্ড কমিটির মধ্যে একটি বৈঠক হয়েছিল। যেখানে টিকিট নিয়ে খুশি হয়নি কোনও পক্ষই। তবে সেখানে অসন্তোষ দেখান ইস্টবেঙ্গল কর্তারা। শেষ পর্যন্ত তারা বৈঠক ছেড়ে বেরিয়ে যান। ইস্টবেঙ্গল কর্তারা প্রথমে VIP টিকিট নিয়ে অস্বীকার করলেও পরে টিকিট নেয় লাল হলুদ। গতবারের থেকে এবার কম টিকিট দিয়েছে ডুরান্ড। প্রতিটা ক্লাব ৫ হাজার করে টিকিট পেয়েছে। যা নিয়ে দেবাশিস দত্ত বলেন, ‘আমরা অনেককে টিকিট দিতে পারছি না। নিজেরা টিকিট পাচ্ছি না। ফলে আমাদের মানিয়ে নিতে হচ্ছে। সবার সম্মান নিয়ে আমাদের চলতে হবে, সবাইকে দেখতে হবে।’
ඣএই ঘটনার পরে দেবাশিস দত্ত বলেন, ‘একটা ক্লাবের কর্মকর্তারা মিটিং থেকে পালিয়ে গেল। আসলে ওরা জানে খেলাটা হারবে, নিজেদের চোখে ৯ নম্বর ম্যাচটায় হার দেখবে না বলেই এমনটা করেছে।’ এরপরে তিনি জানান যে ইস্টবেঙ্গল টিকিট নিয়েছে। VIP টিকিট নিয়েছে। এরপর মোহনবাগানের কর্তা ইস্টবেঙ্গল কর্তাদের নিয়ে আরও মজা করেন এবং কটাক্ষের সুরে বলেন, ‘ইস্টবেঙ্গলের সহ সচিব বলছিলেন ওদের প্রাক্তন প্লেয়াররা খেলা দেখতে যায়, ওদের টিকিট দিতে হয়। আমার কথাটা শুনে খুব হাসি পেয়েছে, প্রত্যেকটা আন্তর্জাতিক এবং জাতীয় প্লেয়ারকে সরকার টিকিট দেয়। যারা আন্তর্জাতিক মানের প্লেয়ার তাঁরা বক্সের টিকিট পায়। তাঁদের ক্লাব দেয় না। ফলে এই কথাটা শুনে হাসি পেয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।