আগামী সোমবার যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। এই ম্যাচ জিততে ঘরের সমর্থকদের উপর ভরসা রাখছেন দিমিত্রি পেত্রাতোসরা। এই ম্যাচের জন্য টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন শিবির।
টিকিটের দাম কত রাখা হয়েছে?
শনিবার অফলাইনে ৫০ ও ১০০ টাকা মূল্যের টিকিট যুবভারতী ও মোহনবাগান মাঠ থেকে বিক্রি করা হবে বলে জানান হয়েছে। মোহনবাগান ক্লাবের তরফ থেকে বলা হয়েছে ৬০ হাজার টিকিটের মধ্যে নাকি ইতিমধ্যেই ২২ হাজার বিক্রি হয়ে গিয়েছে। এর কারণ হল বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ জিতে আইএসএলে লিগ শিল্ড জয়ের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন মনবীর সিংরা। গোটা মোহনবাগান শিবির আশাবাদী ঘরের মাঠে লিগ শিল্ড জিততে। এর আগে শিল্ড জয়ের সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান। কয়েক বছর আগে মুম্বইয়ের বিরুদ্ধেই স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের।
নববর্ষের পরের দিনই মোহনবাগানের কঠিন পরীক্ষা-
ঘরের মাঠে এবার বদলা নেওয়ার সুযোগ মোহনবাগানের সামনে। নববর্ষের পরের দিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএলের শিল্ড নির্ধারণী ম্যাচে নামছে মোহনবাগান। গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও, এবার শিল্ড জিতে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলাই পাখির চোখ হাবাসের ছেলেদের।
জিততেই হবে মোহনবাগানকে-
মোহনবাগানের স্বপ্ন কি এ বার পূরণ হবে? বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-কে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে চূর্ণ করলেও সতর্ক আন্তোনিয়ো লোপেস হাবাসের সহকারী ম্যানুয়েল কাসকালানা। শেষ পাঁচটি ম্যাচে জয়ী মুম্বইকেই এগিয়ে রাখছেন তিনি। হাবাসের সহকারী বলেছেন, ‘মুম্বইয়ের তুলনায় আমরাই বেশি চাপে থাকব। কারণ, আমাদের জেতা ছাড়া সামনে আর কোনও রাস্তা নেই। মুম্বই ড্র করলেই লিগ-শিল্ড জিতবে।’
পয়েন্ট টেবিলের কী অবস্থান-
২১ ম্যাচে ৪৭ পয়েন্ট মুম্বইয়ের। সমসংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট মোহনবাগানের। লিগ শিল্ড পেতে জিততেই হবে মোহনবাগানকে। তাই ম্যানেজমেন্টও চাইছে বিপুল সংখ্যক সমর্থক মাঠ ভরাক। সেই কারণেই সমর্থকদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।