দীর্ঘ ১০ মাস অপেক্ষার পর সেই সময় আবার ফিরে এসেছে। আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সকল যুদ্ধের সেরা এই যুদ্ধ। রবিবার রাতে পুনর্নবীকরণ হবে কারণ ২৮ অগস্ট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২২ এশিয়া 🦩কাপ-এর দ্বিতীয় ম্যাচে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে।ভারত-পাকিস্তান ম্যাচে সকলের চোখ থাকবে বিরাট কোহলির পারফরমেন্সের দিকে। বিরাট কোহলির প্রত্যাবর্তনের আশায় সকলেই প্রহর গুনছেন। ভারতের ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে খেলেননি তিনি। প্রায় এক মাসের বিরতির পর কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের কাছ থেকে সেরা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
হাই-ভোল্টেজ সংঘর্ষের আগে,ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব, ভারতের ব্যাটার বিরাট কোহলির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। কয়েক দিন আগে পর্যন্ত প্লেয়িং ইলেভেনে কোহলির জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি আছে। ক♊পিল চান বিরাট কোহলি ভারতের পক্ষ𒐪ে যতটা সম্ভব বেশি ম্যাচ খেলুক। কপিল দেব বিশ্বাস করেন যে কোহলি আরও বেশি খেললে নিজের ফর্মে ফিরে আসবেন। অনেক বেশি ম্যাচ খেললে ইতিবাচক মানসিকতা তৈরি হবে।
আরও পড়ুন… নী🧜রজ চোপড়ার বড় দান! নিজের প্রিয় জ্যাভলিন উপহার দ🎐িলেন ভারতের সোনার ছেলে
আনকাট-এ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০২২ এশিয়া কাপেকোহলির শেষ অডিশন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে কপিল দেব জবাবে বলেন,‘আমি তা মনে করি না। আমাদের এটি সম্পর্কে চিন্তাও করা উচিত নয়।’ তিনি আরও বলেন,‘যদি আমরা শেষ অডিশন বা শেষ সুযোগের মতো শব্দগুলি ব্যবহার করি,আমি মনে করি না যে এটি সঠিক। আ♋মি শুধু তাঁকে বলতে চাই যে তার ম্যাচ খেলা চালিয়ে যাওয়া উচিত। কখনও কখনও,আপনার খুব বেশি বিরতি নেওয়া উচিত নয়। একজন পেশাদার এবং তার এই সমস্যা হওয়া উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার যত বেশি ম্যাচ খেলা উচিত এবং যতগুলি ম্যাচ সে খেলতে পারে। এটি আরও গুরুত্বপূর্ণ। আপনি যখন রান করা শুরু করবেন,তখন চিন্তার প্রক্রিয়া বদলে যায়।’
কপিল দেব উল্লেখ করেছেন যে তার যুগের বিপরীতে,আজ প্রভাবশালী খেলোয়াডꦡ়দের আরও সুযোগ পেতে দেখে ভালো লাগছে। রোহিত শর্মা,কোহলি এবং অন্যান্যদের মতো সিনিয়ররা যখন বিশ্রামে থাকে,তখন তরুণদের স্টেপ আপ করার পথ তৈরি করে। সঞ্জু স্যামসন,দীপক হুডা,শুভমন গিল সহ✅ তাদের অনেকেই প্রভাব ফেলেছেন। এই অনুশীলন এগিয়ে যাওয়া,কপিল মনে করেন,ভারতীয় ক্রিকেটের জন্য স্বাস্থ্যকর।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন,‘তার হওয়া উচিত। আজকে দলে কে আছে আর কে নেই তাতে কোনও পার্থক্য নেই। আমাদের সময়ে এমন হত যে,বড় খেলোয়াড় দলে থা🐽কলে তাকে খেলতে হবে। আপনি পারবেন না। তাকে বাইরে বসিয়ে দিন। টি-টোয়েন্টিতে অনেক কিছু বদলে গেছে। এমনকি যদি একজন বড় খেলোয়াড় বাইরে বসে বা বিশ্রাম নেয় - যেমন কোহলি, রোহিত বা অশ্বিন,এটা ঠিক আছে। খেলোয়াড়দে🍌র মানসিকতা বদলে গেছে যা খুব ভালো। কার বড় নাম সেটা কোন ব্যাপার নয়। কে বড় পারফরম্যান্স দেয় সেটাই গুরুত্বপূর্ণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।