নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বিশ্বচ্যা𝔉ম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে সমতা ফিরিয়েছে ভারতীয় দল। বৃষ্টির কারণে ম্যাচটি ৮ ওভার করে হয়েছে। ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৯০ রান করে।
রান তাড়া করতে নেমে ভারত চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয়। ম্যাচের পরে ভা𝐆রতের তারকা꧟ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং অক্ষর প্যাটেলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাহাল সেই ভিডিয়োতে অক্ষরের নতুন নাম প্রকাশ্যে এনেছেন। সেটা কী জানেন?
আরও পড়ুন: শেষ ম্যাচে ৫ বোলার খেল🐻বে? বাদ পড়বেন পন্ত? কী হবে 🅠ভারতের একাদশ?
অক্🦂ষরের নতুন নাম দিয়েছেন যুজি। সেই নামটি নিঃসন্দেহে মজাদার। ভারতের তারকা লেগ স্পিনার বলেছেন, ‘আজ থেকে আমরা ওকে ডান্ডিয়া কিং' নাম দিয়েছি, যেহেতু ও স্টাম্প উড়িয়ে উইকেট নিয়েছে। সেই অনুযায়ী আমরা সবাই ওকে ডান্ডিয়া কিং নামে ডাকব।’ প্রসঙ্গত, গুজরাট থেকে আসার কারণে এর আগে অক্ষরকে সবাই ‘বাপু’ বলে ডাকতেন।
যুজি যোগ করেছেন, ‘আমরা ওকে ডান্ডিয়া কিং ডাকনাম দিয়েছি। ডান্ডিয়া গুজরাটে (প্যাটেলের জন্মস্থান) বিখ্যাত। ও যে ভাবে উইকেটে নিয়েছে, তা হল ওর স্টাম্প টু স্টাম্প বোলিং এবং উইকেট নেওয়া। আশা করি হায়দরাবাদেও এটা অব্যাহত থাকবে এবং সির𒅌িজ জিতব।’
আরও পড়ুন: রোহিত নয়, ম্যাচের রঙ বদলে দি𒉰য়েছেন এই ক্রিকেটার! ফিঞ্চের স্বীকারোক্তি
বাঁহাতি স্পিনার তাঁর বোলিং নিয়ে আরও বলেন, ‘শেষের দিকের ওভারে ব্যাটসম্যান মনে করে, বোলারকেই টার্গেট করতে হ🏅বে। তবে আমি বিশ্বাস করি, আপনি যদি আপনার সঠিক লাইন এবং লেন্থে বল করেন, তা হলে কার্যক🌃রী হবে। আমি কখনও-ই ভাবি না যে, ব্যাটসম্যান এখানে বা সেখানে মারবে। আমি যে ভাবে চাই সে ভাবে বোলিং করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।