ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৩ ওভারে গুটিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ১১৪ রানে অলআউট হয়ে গিয়েছে ক্যারিবিয়ান ব্রিগেড। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা কিন্তু শার্দুল ঠাকুরের গদাইলস্করি চালে মারাত্মক চটেছেন। ম্যাচ চলাকালীন শার্দুল ঠাকুরের শিথিল, অলস আচরণের জন্য ওয়েস্ট ইন্ডিজ অতিরিক্ত এক রান সংগ্রহ করে নেয়। আর এটা দেখেই মারাত্মক চটে যান রোহিত শর্মা। তিনি মাঠের মধ্যেই প্রকাশ্যে শার্দুলের উপর চিৎকার করে ওঠেন। এই প্রথম নয়, রোহিত এর আগেও মাঠের মধ্যেই দলের প্লেয়ারদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: চাহালের মতো সিনিয়র সাহায্য করলে আত্মবিশ্বাস বাড়ে- কুলচা জুটিকে মিস করছেন কুলদীপ
বার্বাডোজে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচটি ৫ উইকেটে জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপের প্রস্তুতি দুর্দান্ত ভাবে শুরু করেছে ভারত।
আরও পড়ুন: অভিষেকেও সাতে ব্যাট করেছি- পরে নামার ব্যাখ্যা দিতে গিয়ে পুরনো স্মৃতিতে ডুবলেন রোহিত
ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ঘটে। কুলদীপ যাদবের বলে মিড অফে শট মেরে দুই রান নেন অধিনায়ক শাই হোপ। বল বেশ কিছুটা দূরে যাওয়ার কারণে ২ রান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হোপ। এই সময়ে শার্দুল ঠাকুরের গা ছাড়া মনোভাবের কারণে অতিরিক্ত আরও এক রান নিয়ে নেন শাই হোপ। গা ছেড়ে বল ধরে, সেটা ফেরৎ পাঠাতে পাঠাতেই মোট ৩ রান হয়ে যায়। আর নিজের দলের খেলোয়াড়ের এমন গা ছাড়া মনোভাব দেখে, মাঠের মধ্যে শার্দুলের উপর ক্ষোভ উগড়ে দেন রোহিত। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।