দলের সিনিয়র সদস্য হওয়ায় মুশফিকুর রহিমের থেকে বাংলাদেশ শিবিরের প্রত্যাশা ছিল বিস্তর। তবে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং চট্টগ্রাম টেস্টে নিজেকে যথাযথꦆ মেলে ধরতে পারেননি তিনি। ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচে মুশফিকুরের ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ১৮, ১২ ও ৭ রান। চট্টগ্রাম টেস্টের উভয় ইনিংসে তাঁর অবদান ২৮ ও ২৩।
এই অবস্থায় মীরপুরের দ্বিতীয় টেস্টে বড় রানে ফিরতে মরিয়া মুশফিক শত্রু শিবির থেকে সাহায্য নিতেও কুণ্ঠাবোধ করলেন না। অনুশীলনের ফাঁকে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে সামনে পেয়ে বাংলাদেশের অভিজ্ঞ তারকা তাঁর পরামর⭕্শ নিতে ছুটলেন কোনও কিছু না ভেবেই।
কোচ হিসেবে দ্রাবিড়ের সাফল্যকে যদি এক্ষেত্রে বিশেষ গুরুত্ব নাও দেওয়া হয়, তবে তিনি কতবড় ব্যাটসম্যান ছিলেন, সেটা সকলেরই জানা। কঠিন সময়ে দ্রাবিড়ের পরামর্শ কতটা মূল্যবান, ꦐসেটা সব ক্রিকেটারই জান♎েন। মীরপুরে তাই দীর্ঘ সময় দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় মুশফিকুরকে। ভারতের হেড কোচ প্রতিপক্ষ শিবিরের অন্যতম সেরা তারকাকে রীতিমতো শ্যাডো করে বোঝাতে থাকেন, ভুল হচ্ছে কোথায়।
স্বাভাবিকভাবেই দ্রাবিড়ের কাছ থেকে মুশফিকুরের ব্য়াটিং টিপস নেওয়ার ভিডিয়ো মুহূর♔্তে ভাইরাল হয়ে যা🅺য়।
আরও পড়ুন:- Ran��ji Trophy: চাপের মুখে কেরিয়ারের☂ সর্বোচ্চ ইনিংস, অনুষ্টুপ ফেরালেন ২০২০-র ইতিহাস
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত ১-২ ব্যবধানে পরাজিত হলেও চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধা⛦নে হারিয়েছে টিম ইন্ডিয়া। যদিও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট হাতে যথাসাধ্য লড়াই চালায়। এবার মীরপুরে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের সামনে। ভারত অবশ🅘্য দ্বিতীয় টেস্ট জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মরিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।