ঢাকা টেস্টের মাঝপথে শাস্তির মুখে পড়লেন বাংলাদেশের তারকা বোলার তাইজুল ইসলাম। প্রতিপক্ষ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে বিনা কারণে বল ছুঁড়ে মারায় শাস্তি পেলেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। আইসিসি-র তরফ থেকে এক বিবৃতি দিয়ে খবরটি জানান হয়েছে। বিবৃতি অনুযায়ী, আইসিসি-র আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেছেন তাইজুল ইসলাম। সেই কারণেই তাইজুলকে শাস্তি দেওয়া হয়েছে। আইসিসি-র নিয়ম অনু🥀সারে, খেলা চলাকালীন সময় কোনও ক্রিকেটারের দিকে বা কাছাকাছি, বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল ছুঁಌড়ে মারা যাবে না।
যদি কেউ সেই কাজ করে থাকেন তাহলে তাকে শাস্তি পেতে হবে। আর এটাই করে বসলেন তাইজুল আহমেদ। এ জন্য ম্যাচ ফির শতকরা ২৫ ভাগ জরিমানা করা🅘 হয়েছে ꦫতাকে। সেই সঙ্গে বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
আসলে বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মিরপুর টেস্টের তৃতীয় দিনে এমন একটি কাজ করেন তাইজুল ইসলাম। যে কারণে তাকে শাস্তি দিয়েছে আইসিসি। শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারে তাইজুলের বলে সোজা ড্রাইভ করেন ম্যাথিউজ। হুট করেই ফিরতি বল স্ট্রাইক প্রান্তের দিকে ছুঁড়ে মারেন তাইজুল। অথচ 🐼তখন রান নেও🌊য়ার চেষ্টাই করেননি ম্যাথিউজ। তবুও বল ছুঁড়ে মেরে নিয়ম ভাঙেন তাইজুল ইসলাম।
দ্রুত নিজেকে বাঁচাতে হাত দিয়ে বল সরানোর চেষ্টা করেন ম্যাথিউজ। তখন বলের আঘাতে আঙুলে কিছুটা ব্যথা পান লঙ্কান তারকা। তবে সেই থ্রো থেকে অল্পের জন্য বেঁচে যান ম্যাথিউজ। বড় চোট পাননি তিনি। এরপরে বল ছোঁড়ার জন্য দুঃখপ্রকাশ করেন তাইজুল ইসলাম। এরপর দায় শিকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানি করা হয়নি। শেষ পর্যন্ত আইসিಞসি-র শাস্তির পেলেন তাইজুল। কাটা হল ♒তার ২৫ শতাংশ ম্যাচ ফি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।