দিল্লি ক্যাপিটালসকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে আগেই নবমবার আইপিএল ফাইনালে নিজেদের টিকিট পাকা করেছিল চেন্নাই সুপার কিংস। খেতাবি লড়াইয়ে এবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০১২ ফাইনালের মতোই মাঠে নামবে সিএসকে। তবে মেগা ফাইনালের আগে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ღউদ্দেশ্যে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন সঞ্জয় মঞ্জরেকর।
দিল্লি ম্যাচে অতীতে♊র মতো ধোনি নিজেকে প্রমোট করে দুর্দান্ত ভঙ্গিমায় ম্যাচ ফিনিশ করেন। পাশপাশি রবিন উথাপ্পাও ৪৪ বলে ৬৩ রানের এক ঝাঁ-চকচকে অ🥂র্ধশতরান করেন। তবে তা একটি ম্যাচে ঘটেছে বলে তার পুনরাবৃ্ত্তি ঘটবে এমনটা ভাবার কোনো কারণ দেখছেন মঞ্জরেকর। সেই কারণে ফাইনালে দলের দুই প্রবীণ নায়কের ওপর ক্যাপ্টেন ধোনিকে অত্যাধিক ভরসা করার থেকে আগাম সতর্ক করে রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিয়োয় ফা💃ইনাল নিয়ে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে মঞ্জরেকর বলেন, 'আমার মনে হয় রবিন উথাপ্পার সাফল্যে ওদের অত্যাধিক উচ্ছ্বসিত হওয়া উচিত। এম এস ধোনির যথেষ্ট বুদ্ধি আছে এটা বোঝার জন্য যে, ওই ঘটনাটা একবারই ঘটা𝕴র, রোজ রোজ এমনটা হবে না। ওদের তিন নম্বর পজিশনে উথাপ্পার ওপর অধিক ভরসা দেখানো বা ধোনির গত ম্যাচে নিজেকে প্রমোট (ব্যাটিং অর্ডারে) করার মতো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ওর (ধোনির) উচিত দীর্ঘদিন ধরে দলকে যা সাফল্য দিয়ে এসেছে, সেই পরিকল্পনা অনুযায়ীই ম্যাচে এগানো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।