শুভব্রত মুখার্জি: চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগ চলাকালীন তাঁদের ক্রিকেটারদের দেশ📖ে ফেরার নির্দেশ দেওয়া হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। ঢাকাতে বিপিএলের দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই শেষ। এখন সিলেট-পর্বের খেলা হবে বিপিএলে। ২৭- ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে খেলা। মাঝে কয়েকদিন বিশ্রাম নিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ফের ঢাকায় প্রত্যাবর্তন হবে বিপিএলের। তবে এর আগেই চলতি বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ডেকে পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
উল্লেখ্য এই মরশুমে বিপিএলে প্রতিটি দলেই রয়েছেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার। তাঁদের পারফরম্যান্সও বেশ ভালো। ইতিমধ্যেই তিনটি শতরান হয়েছে বিপিএলে। যার সবকটি এসেছে পাকিস্তানি ব্যাটারদের ব্যাট থেকে। এখনও পর্যন্ত সর্ওবোচ্চ উইকেটও পেয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।
উল্লেখ্য আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হ🐈তে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই পিসিবি বিপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যেই বিপিএল ছাড়বেন তাঁরা। এবারের বিপিএলেꦗ সবচেয়ে বেশি পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন কুমিল্লাতে। মহম্মদ রিজওয়ান ছাড়াও কুমিল্লায় রয়েছেন খুশদিল শাহ, হাসান আলি, নাসিম শাহ এবং আব্রার আহমেদ।
আরও পড়ুন:- আমিরশাহꩲিকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায়, সেমিফাইনাল অধরাইꦇ থাকল বাংলাদেশের
∆ একনজরে বিপিএলের পাকিস্তানি ক্রিকেটাররা:-
১) ঢাকা ডমিনেটরস: শা𓃲ন মাসুদ, আহমেদ শেহজাদ, সলমন ইরশ💃াদ।
২) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান, খাজা নাফে।
৩) ফরচুন বরি🐭শা𓃲ল: ইফতিকার আহমেদ, মহম্মদ ওয়াসিম, হায়দার আলি।
৪) খুলনা টাইগার্স: ওয়াহাব রিয়াজ, আজম খান, এহমা🅷দ বাট।
৫) সিলেট স্ট্রাইকার্স: মহম্মদ আমির, ꦆমহম্মদ হ্যারি💖স, ইমদ ওয়াসিম।
৬) কুমিল্লা ভিক্টোরিয়ানস: মহম্মদ রিজওয়ান, হাসা🌸ন আল🍰ি, খুশদিল শাহ, আব্রার আহমেদ, নাসিম শাহ।
৭) রংপুর রাইডার্স: শোয়েব মালিক, হ্যারিস রউফ, মহম্মদ🌺 নওয়াজ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।