এই সেঞ্চুরিটি ছিল কোহলির সামগ্রিক ভাবে ৭৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি। আর এই শতরানের হাত ধরেই সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের নজিরের দিকে আরও এক পা এগোলেন কোহলি। আর এই শতরানের পর ৩৪ বছরের তারকা ব্যাটারকে প্রশংসায় ভরালেন মাস্টার ব্লাস্টার নিজেই।
সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি তার ২৯তম টেস্ট সেঞ্চুরি পূরণ করেন। সেই সঙ্গে বিদেশের মাটিতে পাঁচ বছরের সেঞ্চুরির খরা কাটালেন তিনি। কোহলি বিদেশের মাটিতে তাঁর শেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে।
এই সেঞ্চুরিটি ছিল কোহলির সামগ্রিক ভাবে ৭৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি। আর এই শতরানের হাত ধরেই সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের নজিরের দিকে আরও এক পা এগোলেন কোহলি। আর এই শতরানের পর ৩৪ বছরের তারকা ব্যাটারকে প্রশংসায় ভরালেন মাস্টার ব্লাস্টার নিজেই।
সচিন তেন্ডুলকর তাঁর ইনস্টাগ্রামে প্রাক্তন সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। শতরানের পর কোহলির লকেটে চুমু খাওয়ার ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন ব্যাটিং তারকা লিখেছেন, ‘আরও একটি দিন, @virat.kohli-এর আরও একটি সেঞ্চুরি। ভালো খেলেছ!’
সচিনের ইনস্টাগ্রাম পোস্ট।
ক্যারিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে ইতিহাস লিখেছেন বিরাট কোহলি। ছাপিয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকরকেও। ৫০০তম টেস্টে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারতের তারকা ক্রিকেটার। টেস্টে এটি ২৯তম শতরান তাঁর। তিন ফরম্যাট মিলিয়ে এটি ৭৬তম সেঞ্চুরি। সচিনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের দিকে আরও এক ধাপ এগোলেন কোহলি।
বিরাটই একমাত্র ক্রিকেটার, যিনি নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান করেছেন। বিরাট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন আরও আট জন ক্রিকেটার। তাঁরা হলেন— সচিন তেন্ডুলকর, কুমার সঙ্গকারা, রিকি পন্টিং, মাহেলা জয়বর্ধনে, জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়, সনৎ জয়সূর্য ও মহেন্দ্র সিংহ ধোনি। তাঁরা কেউই নিজেদের ৫০০তম ম্যাচে শতরান করতে পারেননি।
এছাড়া ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে কোহলি তাঁর ক্যারিয়ারের ৭৬ তম শতরান করলেন। তবে সচিন যখন ৫০০তম ম্যাচ খেলেছিলেন, তখন তাঁর ঝুলিতে ৭৫টি শতরান ছিল। অর্থাৎ এই ক্ষেত্রেও সচিনকে টপকে গিয়েছেন কোহলি। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে একটি শতরান রয়েছে সচিনের। বিরাট নিজের দ্বিতীয় শতরান করলেন। সেক্ষেত্রে উইন্ডিজের গিয়ে টেস্টে শতরানের নিরিখেও সচিনকে টপকালেন বিরাট। এই তালিকায় আবার ভারতীয়দের মধ্যে সবার উপরে রয়েছেন গাভাসকর। ওয়েস্ট ইন্ডিজে তাঁর সাতটি শতরান রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।