রঞ্জির ফাইনালের ফলাফল যাই হোক না কেন, এবারের রঞ্জি মরশুমটা কিন্তু সরফরাজ খানের মরশুম হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে। গোটা 🔯মরশুম জুড়েই ব্যাট হাতে দাপট দেখানোর পর, রঞ♒্জির ফাইনালেও সরফরাজ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান। এটি এ বারের মরশুমে তাঁর চতুর্থ শতরান।
গত রঞ্জি মরশুমে ৯২৮ রান করার পর, মাত্র তৃতীয় ব্য়াটার হিসাবে দ্বিতীয়বার 💎রঞ্জিতে এক মরশুমে ৯০০-র গণ্ডি টপকানোর নজির গড়েছেন সরꦉফরাজ। এ মরশুমে এখনও পর্যন্ত তাঁর মোট সংগ্রহ ৯৩৭ রান। এই দুর্ধর্ষ ফর্মের জেরেই সরফরাজকে ভারতীয় দলে 𝓰জায়গা ꦬকরে দেওয়ারও জল্পনা শুরু হয়েছে।
এর মাঝে সরফরাজের এক নতুন অনুরাগী সামনে এলেন। তিনি আর কেউ নন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ইয়ান বিশপ। সরফরাজে মুগ্ধ বিশপ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখ🔴েন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের গড় ৮১। যদিও꧅ ও ২৪ ম্যাচের ছোট সময়ে এই গড়টা ধরে রেখেছে, তাও এটি অসামান্য এক কৃতিত্ব।’
রঞ্জির ফাইনালে সরফরাজ প্রথম ইনিংসে ১৩৪ রান করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে একমাত্র ডন ব🐟্র্যাডম্যান বাদে (৯৫.১৪ গড়) সরফরাজের (৮২.৮৩ গড়) থেকে গোটা বিশ্বে আর কোনও ব্যাটারের ব্যাটিং গড় বেশি নয়। এই পরিসংখ্যান আর কিছু না হোক সরফরা🌸জের ধারাবাহ🐈িকতা প্রমাণ করার জন্য যথেষ্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।