শনিবার রায়পুরে খেলা দ্বিতীয় ওয়ানডে-তে♈ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ শামির নেতৃত্বে ভারতীয় বোলিং আক্রমণ দুরন্ত পারফরম্যান্স করেছে। টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে টিম ইন্ড🌠িয়া ৩৪.৩ ওভারে মাত্র ১০৮ রানেই অলআউট করে দেয় কিউয়িদের। রান তাড়া করতে নেমে ভারত স্বাচ্ছন্দ্যে মাত্র ২০.১ ওভারে ২ উইকেটে ১১১ রান করে ফেলে। আট উইকেটে ভারত ম্যাচটি জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলে।
এত ভালো পারফরম্🐈যান্সের পরেও পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল দাবি করেছেন যে, ভারতীয় বোলিং ꦅলাইন আপকে ভালো পিচে লড়াই করতে হবে। তিনি আরও বলেছেন, উমরান মালিককে প্লেয়িং ইলেভেনে রাখার উপায় খুঁজে পেলে, ভারতের আক্রমণ আরও মারাত্মক হতে পারে।
আরও পড়ুন: ধোনি জয়ের চেষ্টা না করায় ক্𓆉ষোভে ফেটে পড়েছিল রবি- শ্রীধরের বইতে চাঞ্চল্যকর তথ্য
আ𓂃কমল তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিয়োতে বলেছেন, ‘এই ভারতীয় বোলিং ইউনিটকে কিন্তু ভালো পিচ অর্থাৎ ব্যাটিংয়ের জন্য আদর্শ পিচে 𝔍লড়াই করতে হবে। বিশেষ করে শীর্ষ দলগুলির বিরুদ্ধে। উমরান মালিককে একাদশে সুযোগ দেওয়াটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি যোগ করেছেন, ‘ও আরও ভালো বল করছে। এবং নিশ্চিত ভাবেই ম্যাচউইনার হতে পারে। জাসপ্রীত বুমরাহ ফিরলে বোলিং লাইনআপ খুব শক্তিশালী দেখাবে।’
আরও পড়ুন: পে𝓡সাররা মাত্র ৩০ বল করে- বুমরাহদের এত চোটের পিছনে🐠 আসল কারণ ফাঁস করলেন কপিল
আকমল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলতি সিরিজ নিয়েও আলোচনা করতে গিয়ে বলেছেন, কিউয়িদের হোয়াইটওয়াশ করা উচিত টিম ইন্ডিয়ার। প্রসঙ্গত. রোহিত 🥃শর্মা বাহিনী ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ ২-০ জিতে নিয়েছে।
আকমল বলেছেন, ‘ভারতের উচিত, নিউজিল্যান্ড💝কে হোয়াইটওয়াশ করা। দলটির আত্মবিশ্বাস অনেক বেশি এবং খেলোয়াড়রা ভালো ছন্দে আছে। এই ভারতীয় দলের ভালো বিষয় হল যে, তারা রান তাড়া করেও জিতেছে। আবার প্রথমে ব্যাট করেও জিতেছে। আমরা অতীতে দেখেছি যে, ওরা তাড়া করতে পছন্দ করে। তবে বিশ্বকাপের আগে সব ভাবে নিজেদের প্রস্তুত রাখতে চাইছে ভারত।’ সিরিজের উদ্বোধনী ম্যাচে ভারত ১২ রানে জিতেছিল। রায়পুরে ৮ উইকেটে জয় পায়। মঙ্গলবার ইন্দোরে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।