শুভব্রত মুখার্জি
গতকাল মালয়েশিয়ার বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস টাইয়ে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতীয় দল। শেষ ম্যাচ জিতে ৩-২ ফলে মালয়েশিয়াকে হারিয়ে থমাস কাপের সেমিফাইনালে ভারতকে জায়গা করে দিয়েছিলেন এইচ এস প্রণয়। শুক্রবার রাতে থাইল্যান্ডের ব্যাঙ্ককের সেই এক ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটে গেল। ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালে ৩-২ ফলে জিতে নিজেদের ইতিহাসে ভারত প্রথমবার চলে গেল থমাস কাপের ফাইনালে। ভারতীয় ব্যাডমিন্টনের ক্ষেত্রে যেন রচিত হল ইতিহাস। রুপো জয় নিশ্ꦡচিত করলেন প্রণয়রা।
এদিন ভারতের হয়ে💎 কাঙ্খিত জয় পান কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয় এবং সাত্যকিসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। এদিনও ভারত প্রথম ম্যাচে হেরে যায়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য সেনকে ২১-১৩,২১-১৩ ফলে হারিয়ে দেন ভিক্টর অ্যাক্সেলসেন। ভারতকে টাইয়ে ফেরান সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। ২২-২০,২৩-২১ ফলে তারা হারিয়ে দেন কিম আস্টরুপ-ম্যাꦜথিয়াস ক্রিশ্চিয়ানসন জুটিকে। দীর্ঘ ১ ঘণ্টা ১৭ মিনিট ধরে চলে এই লড়াই।
ভারতকে ২-১ ফলে এগিয়েꦰ দেন কিদাম্বি শ্রীকান্ত। ২১-১৮,১২-২১,২১-১৫ ফলে অ্যান্ডার্স আন্টনসেনকে হারিয়ে দেন তিনি। চতুর্থ ম্যাচে ভারতের বিষ্ণু পানজলা এবং কৃষ্ণ গারাগা জুটি ১৪-২১,১৩-২১ ফলে হেরে যান রাসমুসেন-সোগার্ড জুটির কাছে। টাই ২-২ অবস্থায় ফের ভারতকে উদ্ধারের দায়িত্ব এসে পড়ে এইচ এস প্রণয়ের উপর। প্রথম গেমে হেরে গিয়েও অবিশ্বাস্য কামব্যাক করে ভারতের হয়ে ইতিহাস গড়েন প্রণয়রা। ১৩-২১,২১-৯,২১-১২ ফলে রাসমুস গেমকেকে হারিয়ে ভারতের হয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন প্রণয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।