করোনার জেরে ত্রস্ত গোটা ভারত। একের পর এক আপনজনদের হারিয়ে শোকের ছায়া𝔉 হাজার হাজার পরিবারে। সেই তালিকায় সামিল ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটসম্যান বেদা কৃষ্ণমূর্তি। করোনার জেরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে🔯 মা চেলুভাম্বা দেবী ও দিদি বৎসলা শিবকুমারকে হারান তিনি।
স্বাভাবিক কারণেই 💫এইরকম মানসিক পরিস্থিতিতে ইংল্যান্ডগামী ভারতীয় দলে জায়গা পাননি বেদা। এরপরেই প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক লিসা স্থলেকর ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের অমানবিকতার ঘিরে ক্ষোভ প্রকাশ করেন।
স্থলেকর দাবি করেন এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ড পাশে থাকা তো দূর, কোনরকম খোঁজখবরই নেওয়ার চ𒉰েষ্টা করেনি বেদার। তবে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় স্থলেকরের দাবিকে খারিজ করে বিসিসিআই সচিব জয় শাহকে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান বেদা।
নিজের পোস্টে তিনি লেখেন, ‘গত মাসটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই কঠিন ছিল। আমি বিসি🔯সিআই ও জয় শাহকে আমাকে ফোন করে আমার খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে দাঁড়ানোর জন্য ও আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।