সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তার ২০২১ সালের বার্ষিক রিক্যাপ প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল, মানুষ কী বিষয়ে জানতে চেয়েছেন তার একটা ধারণা পাওয়া যায়। চলতি বছরে মানুষের কৌতূহল বেশিরভাগই করোনভাইরাস (কোভিড-১৯) এবং ভারতে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয়গুলির কেন্দ্র করে ছিল।
এর পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিষয়গুলি নিয়েও অনেকে গুগলে সার্চ করেছেন। যেমন 'ভারতে ডজকয়েন কীভাবে কিনব?' এবং 'বিটকয়েনে কীভাবে বিনিয়োগ করব?' রয়েছে তালিকায়।
তালিকার শীর্ষে থাকা বিষয়টি ছিল 'কোভিড ভ্যাকসিনের জন্য কীভাবে রেজিস্ট্রেসন করব?'। দ্বিতীয় সর্বাধিক সার্চ করা বিষয়টি ছিল 'কীভাবে টিকাপ্রাপ্তির শংসাপত্র ডাউনলোড করব?'আরও পড়ুন : BSNL Recharge Plans: খরচ ৪০০ টাকারও কম, তাতেই আনলিমিটেড ইন্টারনেট, BSNL-এর এই প্ল্যানটি জানেন?
তবে, ভারতীয়রা সবচেয়ে আজব যে বিষয়ে সার্চ করেছিলেন তা হল 'বাড়িতে কীভাবে অক্সিজেন তৈরি করা যায়?'
অন্যদিকে নথিপত্রের দিক দিয়ে 'কীভাবে প্যান এবং আধার লিঙ্ক করবেন' তা শেখার বিষয়েও মানুষ কৌতূহলী ছিলেন।