প্রথম মাসে দৈনিক এক টাকারও কমে দেখা যাবে যাবতীয় প্রিমিয়াম কনটেন্ট, দ্বিতীয় মাস থেকে দিনে দু'টাকারও কম দিয়ে প্রিমিয়াম কনটেন্ট দেখতে পারবেন- ভারতের স্ট্রিমিং বাজারকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে একেবারে সস্তায় দুটি দুর্দান্ত প্ল্যান চালু করল জিয়ো সিনেমা। একটি হল 🐲প্রিমিয়াম প্ল্যান। সেটা প্রাথমিকভাবে ২৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। আর তারপর থেকে দিনে 💎দু'টাকারও কমে হলিউড সিনেমা-সহ যাবতীয় প্রিমিয়াম কনটেন্ট দেখা যাবে। আর দ্বিতীয়টি হল ফ্যামিলি প্ল্যান। সেই প্ল্যানের আওতায় প্রাথমিকভাবে ৮৯ টাকা রিচার্জ করতে হবে। তারপর দিনে তিন টাকারও কম দিয়ে সব প্রিমিয়াম কনটেন্ট দেখতে পারবেন দর্শকরা। সংশ্লিষ্ট মহলের মতে, জিয়ো সিনেমা যে দুটি প্ল্যান চালু করল, তা ভারতে অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের ঘুম ছুটিয়ে দিতে পারে।
Jio Cinema-র প্রিমিয়াম প্ল্যানের (২৯ টাকার প্ল্যান) ইতিবৃত্ত
১) আগে প্রতি মাসে ৫৯ টাকা ছিল। এখন𒐪 সেটা ২৯ টাকা করে দেওয়া হল। অর্থাৎ ৫১ শতাংশ ছাড় দেওয়ার পথে হেঁটেছে জিয়ো সিনেমা। তার ফলে দিনে এক টাক✅ারও কম খরচ পড়বে।
২) প্রাথমিকভাবে রিচার্জের পরে এক মাসের ভ্যালিডিটি থাকবে। তারপর থেকে প্রতি মাসে ৫৯ টাকা লাগবে। অর্থাৎ দিনের দু'টাকারও কমে Jio Cinema-র প্রিমিꦆয়াম প্ল্যানে সাবস্ক্রাইব করা যাবে।
৩) ২৯ টাকার প্ল্যানে কোনও বিজ্ঞাপন বা অ্যাড দেখাবে না। শুধুমাত্র খেলাধুলো (যেমন- আইপিএল বা আইএসএল) এবং লাইভ সম্প্রচারের ক্ষেত্র꧒ে অ্যাড দেখানো হবে।
৪) সব প্রিমিয়াম কনটেন্ট পাবেন।
৫) ২৯ টাকার প্ল্যান নিলে একই সময় এ꧂কটি ডিভাইসেই জিয়ো সিনেমা দেখা যাবে। ভিড🎃িয়ো কোয়ালিটি 4K পর্যন্ত হবে।
৬) যে কোনও প্রিম🍌িয়াম কনটেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পারবেন নিজের ইচ্ছᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚামতো।
Jio Cinema-র ফ্যামিলি প্ল্যানের (৮৯ টাকার প্ল্যান) ইতিবৃত্ত
﷽১) প্রিমিয়াম প্ল্যানে যা যা সুবিধা মিলবে, সেগুলির সবই পাবেন 'ফ্যামিলি' প্ল্যানে। অর্থাৎ যাবতীয় প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবেন। খেলাধুলো ও লাইভ সম্প্রচার ছাড়া কোনও ক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হবে না। যে কোনও কনটেন্ট যে কোনও সময় ডা🎃উনলোড করতে নিতে পারবেন। পরে সেটা দেখা যাবে।
২) ফ্যামিলি প্লཧ্যানের ক্ষেত্রে একসঙ্গে চারটি ডিভাইসে জিয়ো সিনেমা স্ট্রিম করা যাবে।
৩) ফ্যামিলি প্ল্যান রিচার্জ করতে ৮৯ টাকা লাগবে। আগে সেটা ছিল ১৪৯ꦺ টাকা। অর্থাৎ ৪০ শতাংশ ছাডཧ় দেওয়া হল।
৪) দ্বিতীয় মাস থেকে ১৪৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। অর্থাৎ প্রতি মাসে ল🔥াগবে ১৪৯ টাকা। যা দৈনিক নিরিখে ধরল♛ে তিন টাকারও কম হচ্ছে।