বাংলা নিউজ >
দেখতেই হবে > Mamata Banerjee: 'আম্বেদকরকে নিয়ে মন্তব্যে আমি স্তম্ভিত,' বড়দিনের উদ্বোধনে শাহি মন্তব্যের পাল্টা দিলেন CM মমতা
Mamata Banerjee: 'আম্বেদকরকে নিয়ে মন্তব্যে আমি স্তম্ভিত,' বড়দিনের উদ্বোধনে শাহি মন্তব্যের পাল্টা দিলেন CM মমতা
Updated: 19 Dec 2024, 09:53 PM IST Laxmishree Banerjee অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস 🦋ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করলেন মমতা বন্দ্ౠযোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল। এদিন আম্বেদকর ইস্যুতেও প্রতিক্রিয়া জানান মমতা। বলেন, 'আম্বেদকরকে নিয়ে এমন মন্তব্যে আমি স্তম্ভিত হয়েছি।' কেন্দ্র বড়দিনের ছুটি না দিলেও রাজ্য ছুটি দেবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।