বাংলা নিউজ >
দেখতেই হবে > Video: তিনদিন ধরে হাতির তাণ্ডবে নষ্ট জমির ফসল, ঝাড়গ্রামে উদ্বেগে অসহায় চাষিরা
Video: তিনদিন ধরে হাতির তাণ্ডবে নষ্ট জমির ফসল, ঝাড়গ্রামে উদ্বেগে অসহায় চাষিরা
Updated: 21 Jan 2025, 09:49 PM IST Laxmishree Banerjee পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে হাতির তাণ্ডব। বিঘা বিঘা জমির ফসল নষ্ট হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় ২৫টি হাতি প্রবেশ করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে। তারপর তিনদিন ধরে তাণ্ডব চালিয়ে আলু চাষের পাশাপাশি ফুল কফি, বাঁধাকফি, বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজি চাষেরও প্রচুর ক্ষতি করেছে তারা। যদিও চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতে প্রধান শঙ্কর প্রসাদ দে। গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে, ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।