জল যন্ত্রণায় মুম্বই! IMD ইস্যু করল কমলা সতর্কতা
মুম্বই ও 💙থানের জন্য IMD নতুন করে জারি করেছে অ্যালার্ট। সেখানে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে সেখানে। এছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের এদিকে মুম্বইয়ের মেরিন ড্রাইভে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা রয়েছে দেখার মতো। থানে ও অন্ধেরিতে গত রাত থেকেই জমতে শুরু করেছে জল। ফলে মায়ানগরী আপাতত জল যন্ত্রণায়।