Updated: 10 Dec 2020, 11:31 PM IST
HT Bangla Correspondent
একদিকে জগৎ প্রকাশ নড্ডার গাড়িতে তৃণমূলের কর্মীদের হামলার অভিযোগে সরগরম রাজ্য রাজধানীতে। অন্যদিকে রাজধানীতে বিজেপির ওপর অভিযোগ উঠল মণীশ সিসোদিয়ার বাড়িতে হামলা চালানোর। এমনই অভিযোগ করেছে আম আদমি পার্টি। তাদের দাবি সবটাই হয়েছে দিল্লি পুলিশের প্রছন্ন সমর্থনে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন যে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণ করে। আপ নেতারা বলেন যে পুলিশ বাধা দেয়নি গুন্ডাদের মণীশ সিসোদিয়ার বাড়িতে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে।
এই সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছে আপ, যেখানে দেখা যাচ্ছে কয়েকজন জোর জবরদস্তি করে মণীশ সিসোদিয়ার বাড়িতে প্রবেশ করছে। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে ও ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে। বিজেপি যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি যে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। দিল্লির পুরসভাগুলির মেয়রদের হত্যার ষড়যন্ত্র করা হচ্ছ, এই অভিযোগে ও পুরসভার বকেয়া টাকার দাবিতে কেজরিওয়াল ও সিসোদিয়ার বাড়ির সামনে অনির্দিষ্টকালের ধর্নায় বসেছে গেরুয়া দল।