447775828
Hindustan Times
Bangla

বালিতে ছুটি কাটাচ্ছেন অভিনেতা রাহুল দেব বোস।

Hindustan Bangla Logo
447771689

নাহ, রাহুল অবশ্য একা যাননি, অভিনেতার সঙ্গে গিয়েছে তাঁর পরিবার। 

Hindustan Bangla Logo
fcc3e699-4199-47f3-a91b-3ff6f460f7b7

বালি বেড়ানোর নানান ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন রাহুল।

Hindustan Bangla Logo
df1528fd-2347-40bc-9703-9da16428f15a

বালিতে টিবুমানা জলপ্রপাত, ডেভিল টিয়ারস সহ আরও বেশকিছু জায়গা বেড়াতে গিয়েছিলেন রাহুল।

রাহুল দেব বোস জানিয়েছেন, তাঁরা ৪ দিনের ট্যুরে বালি গিয়েছেন।

বেড়ানোর পাশাপাশি স্থানীয় খাবারও চেখে দেখেছেন রাহুল দেব বোস।

বালি স্পেশাল ফ্রাইড রাইস ‘নাসি গোরেং’ আর নারকেল জমিয়ে খাচ্ছেন বলে জানান রাহুল।

বালির পরিচিত জায়গা, সমুদ্র সৈকত ছাড়াও আরও বিভিন্ন জায়গায় ঘুরছেন বলে জানান রাহুল।

তবে এই ট্যুরে তাঁর সঙ্গে নেই দেবাদৃতা! প্রেমিকাকে ছাড়াই ছুটি কাটাচ্ছেন রাহুল!

দেবাদৃতা আপাতত ব্যস্ত তাঁর 'মিঠিঝোরা' সিরিয়াল নিয়ে, ছুটিটা তাই পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন রাহুল।

caco88