বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ, সমৃদ্ধি, জ্ঞান, জ্যোতিষ, শিক্ষার কারক হলেন গুরু বৃহস্পতি। এই গুরু গ্রহই প্রায় ১৩ মাস বাদে এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করে থাকেন। তার প্রভাব প্রায় সব রাশিতেই কম বেশি পড়তে থাকে। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে থাকেন। আসন্ন মে মাসে গুরু বৃহস্পতির গোচর রয়েছে। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন, তা দেখা যাক।
মিথুন
ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসের ওপর তুমুল প্রভাব পড়বে। বুদ্ধির দিক থেকে সমৃদ্ধি, আন্তরস্থ শক্তি, আপনাকে সামাজিক দিক থেকে উন্নততর জায়গায় রাখতে পারে। বিদেশযাত্রার যোগ তৈরি হতে পারে, শিক্ষা হোক বা ব্যবসা। অনেক জায়গা থেকে সুসংবাদ পেতে পারেন। যাঁরা চাকরিতে রয়েছেন, তাঁরা প্রমোশন বা লাভ পেতে পারেন। সম্পত্তি কেনা নিয়ে ভালো কোনও সংবাদ পেতে পারেন। ব্যক্তিত্বের উজ্জ্বলতা বাড়বে।
সিংহ
মনের মতো চাকরি, কেরিয়ারের সংকেত নিয়ে আসতে পারে এই সময়। আপনার নানান দিক থেকে উন্নতির সংকেত নিয়ে আসতে পারে এই সময়। ছাত্র, পড়ুয়াদের জন্য এই সময় খুবই ভালো। উচ্চশিক্ষার পাঠ যাঁরা নিচ্ছেন, তাঁরা পাবেন লাভ। চাকরিরতদের জন্য এই পরিস্থিতি উন্নতির রাস্তা খুলে দিতে পারে। পদোন্নতির জল্পনা থাকলে তা পূরণ হবে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গে সমঝোতা হবে। যেকোনও চ্যালেঞ্জ সাহসের সঙ্গে পার করতে পারবেন।
( উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে)
( ‘পাকিস্তান শান্তি চায়..’, বলেই গালভরা হুমকির বন্যা পাক সেনাপ্রধান আসিম মুনিরের!)
( ১৯৭১র পর ভারতে প্রথম মক ড্রিল রাত পোহালেই! সাইরেন বাজলেই… ফোকাসে কী কী থাকছে?)
কুম্ভ
দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ এবার ঠিক হতে আরম্ভ করবে। সুখ সুবিধা পাবেন। পরিবারের পরিবেশ ভালো থাকবে। চাকরিতে ধুন্ধুমার উন্নতি দেখা যাবে। চাকরি থেকে সাফল্য পেতে পারেন। সমাজে বাড়বে মান সম্মান। আর্থিক দিক থেকেও এই সময় ভালোর দিকে যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভদায়ক। কোনও পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। আয় বৃদ্ধি হবে। আপনার কথায় আপনি সমাজে জনপ্রিয়তা পেতে পারেন। আত্মবিশ্বাসই আপনাকে ভাগ্যোদয়ের রাস্তায় নিয়ে যাবে।
১৪ মে গুরু গোচর:-
১৪ মে ২০২৫ সালে রাত ১১.২০ মিনিটে গুরু, বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। তারফলে বহু ক্ষেত্রে জাতক জাতিকাদের জীবনে নানান প্রভাব বিস্তার হতে আরম্ভ করবে। নতুন নতুন দিশার দরজা খুলতে পারে এই সময়।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)