মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি এবং কাশ্মীরে পহেলগাঁও হামলার আবহে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে একটি মেডিক্যাল কলেজের কয়েকজন ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। এই অভিযোগে 📖মেডিক্যালের ৯ পড়ুয়াকে হস্টেল থেকে বহিষ্কার করল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি বারাসত সরকারি মেডিক্যাল কলেজের। এর পাশাপাশি ঘটনার তদন্তের জন্য একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়♉েছে।
আরও পড়ুন: ইনজেকꦑশনের পরেই সাগর দত্ত হাসপাতালে মৃত্যু প্♚রসূতির! অসুস্থ ১০, তদন্তের নির্দেশ
অভিযোগ উঠেছে, সম্প্রতি অশোকনগরের এক তরুণী মুর্শিদাবাদে অশান্তি এবং পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ༒সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন। এরপর ওই তরুণীকে ধর্ষণের হুমকির অভিযোগ ওঠে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। অন্যদিকে, আমডাঙার এক যুবকও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল আমডাঙা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার পাশাপাশি বোমাবাজির ঘটনা ঘটেছিল। এমনকী পুলিশের গাড়িতেও ভাঙচুরে ঘটনা ঘটেছিল। এইসব ঘটনা নিয়ে ওই ডাক্তারি পড়ুয়ারা বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।
পড়ুয়াদের সেই মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা প্রতিক্রিয়া জানান হস্টেলের কয়েকজন আবাসিক। সেই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ওই হস্টেল উত্তপ্ত হয়ে ওঠে। গোটা বিষয়টি কলেজ কর্তৃপক্ষের কানে যায়। এরপরে ওই ছাত্রদের হস্ꦑটেল ছাড়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্🌠লিক করুন এই লিংকে
এ বিষয়ে কলেজের এক কর্তা জানান, অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ করা হয়েছে। গোটা পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে। ৯ জনকে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। যদিও বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়াদের পড🥂়াশোনার ক্ষেত্রে কোনও আপত্তি জানায়নি কলেজ কর্তৃপক্ষ। ফলে তাঁরা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, হস্টেল ছাড়া পর বর্তমানে ওই ৯ পড়ুয়া ক্লাস করছেন। এদিকে, গোটা ঘটনার জন্য একটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তদন্ত করছে। দু'একদিনের মধ্যে এই কমিটি এ নিয়ে রিপোর্ট দেবে। ত✱ারপরে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে কলেজের তরফে জানানো হয়েছে।