জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের খালপাড়া সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্ত। সেখানে বিএসএফের কড়া নজরদারি। শনিবার ভোর রাতে আচমকাই নজরে আসে কাঁটা তারের বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছে আট থেকে ১০জনের দুষ্কৃতীদের একটি দল । এদিকে সেই সময় সেখানে বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। কর্তব্যরত জওয়ানরা বিষয়টি দেখার পরে তাঁরা চ্যালেঞ্জ করেন। সম্ভবত তারা বাংলাদেশি পাচারকারী ছিল। তাদের আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় বিএসএফ। কিন্তু তারা কথা শোনেনি।
সূত্রের খবর, সেই অভিযুক্ত পাচারকারীরা বিএসএফের কথা শুনতে চায়নি। তারা উলটে বিএসএফের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। ধারালো অস্ত্র, লাঠি নিয়ে তারা চড়াও হওয়ার চেষ্টা করে ওই বিএসএফ জওয়ানদের উপর। এমনকী কিছুটা দূর থেকে তারা বিএসএফের উপর পাথর ছুঁড়তে থাকে। এমনকী বিএসএফের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করে দুষ্কৃতীরা। এরপরই বিএসএফ আত্মরক্ষার জন্য ও সীমান্তের সুরক্ষা বজায় রাখার জন্য গুলি চালায়। একজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে খবর।
বাকি পাচারকারীরা সীমান্ত এলাকায় অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এদিকে গোটা ঘটনায় এক বিএসএফ জওয়ান জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি গরু ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা সীমান্তে গরু পাচার করার ছক কষেছিল। সেকারণেই তারা কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করছিল। কিন্তু বিএসএফ যাবতীয় ছকে জল ঢেলে দেয়। দুষ্কৃতীদের আত্মসমর্পণ করার জন্য় তারা বার বার বলে। কিন্তু সেই কথায় কান দেয়নি তারা। তারপরেও তারা বিএসএফের উপর চড়াও হওয়ার চেষ্টা করে।