লোকালয়ে হাতির হানা রুখতে একের পর এক পদক্ষেপ করেছে বনবিভাগ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাতির হানা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গজরাজের গতিবিধির ওপর নজরদারি চালাতে নাইট ভিশন ক্যামেরাযুক্ত ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। তারপরও হাতির হানায় মৃত্যু অব্যাহত। এবার হাতির হানায় মৃত্যু হল এক সেনা জওয়ানের। ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সেনা জওয়ানের প্রাণ কাড়ল গজরাজ। মৃত সেনা জওয়ানের নাম কুশন ছেত্রী, বয়স ২৭ বছর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাগডোগরার পান্থাবাড়ি এলাকায়। জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।
আরও পড়ুন: রিল বানানোর নেশায় হাতির একেবারে কাছাকাছি চলে গিয়েছিল যুবক, তারপর যা ঘটল…
জানা গিয়েছে, নাগাল্যান্ডে গোর্খা রেজিমেন্টে কর্মরত ছিলেন সেনা জওয়ান কুশল। তিনি ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বাগডোগরার ওই এলাকায়। সেখানেই তিনি হাতির সামনে পড়ে যান। পরে বাগডোগরার বালাসন নদী সংলগ্ন তিরহানা ব্লক জঙ্গল থেকে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বনকর্মীদের খবর দিলে বাগডোগরা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড ও বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে সেনা জওয়ানের পরিবারকে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।
প্রসঙ্গত, হাতির হানায় এর আগেও সেনা জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরের ফেব্রুয়ারিতে গুয়াহাটির নারেঙ্গি ক্যান্টনমেন্ট এলাকায় হাতির হানায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। তিনি সেনা ছাউনিতে ডিউটিতে ছিলেন। সেই সময় আচমকা একটি হাতি ঢুকে পড়ে ওই সেনাকর্মীকে পিষে দেয়। তার ফলে মৃত্যু হয় ওই সেনা জওয়ানের। তবে বাংলায় হাতির হানায় মানুষের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে।