অনলাইন প্রতারণার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে যখন নিজে ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সেই অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। অনলাইনে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা লিঙ্কন বিশ্বাস। তাঁকে গ্রেফতার করেছে কেরল পুলিশ। সোমবার তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কেরল নিয়ে যান পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, অনলাইনে ৪ কোটির বেশি টাকার প্রতারণায় যুক্ত বিজেপি নেতা লিঙ্কন বিশ্বাস। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অনলাইনে মানুষের কাছ থেকে টাকা আদায় করত সে। কেরলে তাঁর নামে অভিযোগ দায়ের হলে তৎপর হয় সেরাজ্যের পুলিশ। সোমবার নদিয়া পুলিশের সঙ্গে যোথ উদ্যোগে কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায় লিঙ্কন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় তারা। বাড়ি থেকে গ্রেফতার হয় অভিযুক্ত বিজেপি নেতা।
এই ঘটনায় অভিযুক্ত নেতার দায় নিতে অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, এটা ধৃত ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। দলকে গ্রেফতারি সম্পর্কে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দল দ্রুত পদক্ষেপ করবে বলে আশা করি।
পালটা তৃণমূলের দাবি, বিজেপি নেতারা যাবতীয় দুর্নীতিতে যুক্ত। কেন্দ্রে তাদের সরকার ক্ষমতায় রয়েছে বলে এরা অধিকাংশ সময় ধরা পড়ে না।