আবার লাইনে ফাটল। শেওড়াফুলি স্টেশনে কয়েকদিন আগেই লাইনে ফাটল দেখা গিয়েছিল। এবার হাওড়া–ব্যান্ডেল লাইনের মানকুন্ডু স্টেশনে রেল লাইনে ফাটল দেখা দিল। আজ, রবিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে আসে। শেওড়াফুলি স্꧃টেশন থেকে দু’তিনটি স্টেশন পড়েই মানকুণ্ডু। সেখানেই ফাটল দেখা দেওয়ায় খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। রেল অফিসাররা খবর পেয়ে সেখানে ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরাও। তারপরই জোরকদমে শুরু হয় লাইন মেরামতির কাজ। এই ঘটনার জেরে হাওড়া–ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক থমকে যায়। তখন ২ নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চলাচল করতে থাকে। ফাটল বেশ কিছুক্ষণ পর মেরামত করে ৩০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো হয় ডাউন লাইন দিয়ে।
এদিকে এই থমকে থাকার সময় নাকাল হল যাত্রীরা। কারণ আজ মকর সংক্রান্তি। তার উপর রবিবার। এই ছুটির দিনে অনেকেই নানা জায়গায় বেড়াতে বেরিয়েছেন। কিন্তু ট্রেনের লাইনেই যদি ফাটল থাকে তাহলে ট্রেনটি চলবে কেমন করে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল কর্মীরা জানান, ফাটল ধরার পর ট্র্যাক বদল করে ফিসপ্লেট লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়। আজ খুব ঠান্ডা। তার মধ্যে ট্রেন চলাচলের সময় লোহার ট্রাকে টান পরেই ফাটল ধরে। শেওড়াফুলিতেও একইরকম ফাটলের ঘটনা ঘটেছিল। রেলকর্মী শুকꦇদেব মণ্ডল বলেন, ‘লাইনে ফাটলের খবর পেয়ে আমরা ছুটে চলে আসি। আর দ্রুত ইমারজেন্সি প্লেট লাগানো হয়। ট্রেন এখন ধীর গতিতে চলাচল করছে।’
অন্যদিকে একাধিক ট্রেন বাতিলের খবর এবং সূচি পরিবর্তনের খবর আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল রেল। তার ফলে ট্রেনের সংকট তো রয়েইছে। সেখানে আবার লাইনে ফাটল ধরা পড়ার জেরে গতি শ্লথ হয়েছে। এমনকী নাকাল হতে হয়েছে যাত্রীদের বলে অভিযোগ। রেল সূত্রে খবর, রেলের কাজের জন্য আজ, রবিবার হাওড়া থেকে বাতিল ৩৭৩১৫, ৩৬৮২৩ ও ৩৬৮২৫ ট্রেনগুলি। তারকেশ্বর থেকে বাতিল ৩৭৩২৬ ট্রেনটি। বর্ধমান থেকে বাতিল আছে ৩৬৮৩৮ ও ৩৬৮৪২। ব্যান্ডেল থেকেও বাতিল রয়েছে ৩৭৭৪৯ ট্রেন। কাটোয়া থেকে বাতিল ৩৭৭৪৮ ও ০৩০৯৫ এবং আজিমগঞ্জ থেকে বাতিল ০৩০৯৬ ট্রꦐেনগুলি।
আরও পড়ুন: শিক্ষক–শিক্ষিকাদের জন্য বড় নির্দেশ দিল মধ্ꦯযশিক্ষা পর্ষদ, মাধ্যমিক পরীক্ষায় কড়া সিদ্ধান্ত
এখানেই শেষ নয়, এরপর আছে সূচি পরিবর্তন। একগুচ্ছ ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ৩৭৩২৮ তারকেশ্বর–হাওড়া লোকাল তারকেশ্বর থেকে বেলা ১১টা ১৫ মিনিটের আদলে বেলা ১১টা ৪৬ মিনিটে ছেড়েছে। ১২৩৩৮ বোলপুর–শান্তিনিকেতন ꦏহাওড়া–শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর ১টা ১০ মিনিটের বদলে ছাড়বে দুপুর ১টা ৪৫ মিনিটে। আবার ১৩০১৫ / ১৩০১৬ হাওড়া–জামালপুর হাওড়া–কবিগুরু এক্সপ্রেসকে চলার পথে দু’দিকেই ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হচ্ছে। এমনকী ১২৩০৪ নয়াদিল্লি–হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হয়েছে।