দেশের অন্যতম নামকরা প্রতিষ্ঠান হল খড়্গপুর আইআইটি। কিন্তু, এই প্রতিষ্ঠানে বারবার পড়ুয়া এবং কর্মীদের রহস্য মৃত্যুর ঘটনা সামনে আসছে। গত কয়েক মাসের মধ্যে চারজনের দেহ উদ্ধার হয়েছে খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে। এই অবস্থায় কেন বারবার শিক্ষা প্রতিষ্ঠানটিতে এমন ঘটনা ঘটছ🤡ে, তা জানতে আগেই তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছিল আইআইটি কর্তৃপক্ষ। সেই মতোই খড়গপুর আইআইটিতে তৈরি হল ১০ সদস্যের একটি কমিটি।
আরও পড়ুন: ফের IIT খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যু, কেন বারবার এমন ঘটনা? গঠিত হচ্ছে কমি🐻টি
জানা গিয়েছে, শনিবার এই কমিটি গঠন করা হয়েছে। তাতে রয়েছেন মনোবিদ, আইনজীবী, পুলিশ আধিকারিক, শিক্ষাবিদ এবং প্রাক্তন পড়ুয়ারা। এই কমিটি পড়ুয়া থেকে শুরু করে কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর প্রভাব ফেলছে সেই সমস্ত জিনিসগুলোর উপর সমীক্ষা চালাবে। কী🌜 কারণে মৃত্যুর ঘটনা ঘটছে, তা জানতে সবকিছু মূল্যায়ন করে দেখবে কমিটি।
খড়্গপুর আইআই🗹টির তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে বাধা স♛ৃষ্টিকারী চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখবে। সেগুলি চিহ্নিত করবে। এরপরে এই ধরনের সমস্যা সমাধানের জন্য আগে থেকে যে সমস্ত উদ্যোগ রয়েছে সেগুলি পর্যালোচনা করবে।
এই প্রবণতা রুখতে আরও কী পদক্ষেপ করা যায়? তা নিয়ে প্রস্তাব দেব🍷ে কমিটি। খড়্গপুর আইআইটির একজন আধিকারিক জানিয়েছেন, প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পড়ুয়া এবং কর্মীদের মধ্যে নিরাপত্তামূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়াಌ হয়েছে। কমিটি ৩-৪ মাসের মধ্যে রিপোর্ট দেবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, গত চার মাসে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে তিন জনের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এফআইআর না করায় সুপ্রিম কোর্টের ক্ষোভের🐎 মুখে পড়তে হয়েছিল আইআইটি কর্তৃপক্ষকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই তিনজন পড়ুয়া এবং একজন অশিক্ষক কর্মীর মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করে প্রতিষ্ঠানটি।
আইআইটি খড়্গপুরের ভারপ্🌸রাপ্ত ডিরেক্টর অমিত পাত্র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যবস্থায় কিছু ত্রুটি থাকতে পারে। তাই ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রিপোর্ট জমা দিলে পরবর্তী পদক্ষেপ করা হবে। আইআইটির আরও এক আধিকারিক জানিয়েছেন, আশা করা হচ্ছে কমিটি স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। তাদের প্রস্তাব সকলের সামনে আনা হবে।