মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কোচবিহারের নিউ কদমতলা এলাকায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। কোচবিহার শহরের পাঁচতলা আবাসনে আগুন লাগে সকালবেলায়। অগ্নিদগ্ধ হ൲য়ে মৃত্যু হল মা ও ছেলের। খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় মা–ছেলের।
ꩵকী কারণে আগুন লেগেছে? তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আবাসনের পাঁচতলা থেকে ধোঁয়া বের হতে 🐓দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। তাতেই সম্বিত ফেরে বহুতলের বাসিন্দাদের। কারণ তাঁরা ঘুমোচ্ছিলেন। তবে ততক্ষণে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা।
এই পরিস্থিতিতে দরজা ভেঙে ওই ফ্ল্যাটের ভিতরে ঢুকতে হয় দমকল কর্মী🧸দের। বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে মৃত অবস্থায় পাওয়া যায় মা এবং তার ছেলেকে। ওই দু’জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে দমকল। আর কোতোয়ালি থানার পুলিশ রয়🐈েছে ঘটনাস্থলে। কীভাবে আগুন লাগল এবং কীভাবে মৃত্যু হল ওই দু’জনের? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পাঁচতলার দরজা বাইরে দিয়ে দেওয়া ছিল। তা ভেঙেই সুজয় সরকার (৩২) এবং তাঁর মা সুপ্রিয়াদেবীর (৫১) অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাবার মৃত্যুর পর মাকে নিয়ে পুণেতে চলে গিয়েছিলেন ছেলে সুজ𓂃য়। সেখানেই থাকতেন। পাঁচদিন আগে কোচবিহারে ফেরেন। এবার তাঁরাও মারা গেলেন।