ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধীতায় দেশজুড়ে চলছে সংখ্যালঘুদের বিক্ষোভ। 🌟মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ইতিমধ্যেই এই এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। কিন্তু, মঙ্গলবারের পর বুধবারও বেশ কিছু জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তা জানতে পেরেই এবার এই সমস্ত এলাকাগুলি পরিদর্শন করে শান্তির বার্তা দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক জাকির হোসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন তিনি জঙ্গিপুরের অশান্ত এলাকা পরিদর্শন করেন।
আরও পড়ুন: জারি ১৬৩ ಌধারা, জঙ্গিপুরে ওয়াকফ নিয়ে হিংসায় উদ্বিগ্ন রাজ্যপা♐ল, পুলিশ নিয়ে বললেন…
এদিন এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন তৃণমূল বিধায়ক। কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার জন্য তিনি স্থানীয়দের কাছে আবেদন জানিয়েছেন। জাকির হোসেন বলেন, মন্দির, মসজিদ ভাঙা হলে যেমন আন্দোলন হবে তেমনি ওয়াকফ নিয়েও আন্দোলন হবে। তবে কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। প্রসঙ্গত, এই ঘটনার পরে এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেনকে এলাকায় গিয়ে শান্তি ফেরাতে পদক্ষেপ করতে বলেন। সেই মতো তিনি এলাকায় যান। এদিকে, পুলিশের তরফে দাবি করা হয়েছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার বিভিন্ন জায়গায় এদিন ডিআইজি এবং এসপি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে পুলিশ বাহিনী টহল দিয়ে ♛বেড়ায়।