কিছুদিন কেটেছে একটা অস্বস্তিকর মানসিক অবস্থায়। কারণ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী ঘর–সংসার ছেড়েছেন। তখন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের যুবক রাজেশ দাস। তাঁর সঙ্গে দুই সন্তান রয়েছে। স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় মানসিক অবস্থা ভাল ছিল না। অবশেষে দুঃখে–ক্ষোভে–অবসাদে দুই নাবালক সন্তানকে বিষ খাইয়ে তাদের নিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন ওই ব্যক্তি। দু’মাস হল, স্বামী ও দুই সন্তানকে ছেড়ে প্রেমি🅰কের সঙ্গে চলে যান স্ত্রী। কয়েক বছর আগে মৌ দাসের সঙ্গে বিয়ে হয় রাজেশ দাসের।
এদিকে স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার নিহালিয়া–স্টিমার ঘাট এলাকার বাসিন্দা রাজেশ দাস। তাঁর সঙ্গে কয়েক বছর ꧒আগে মৌ দাসের বিয়ে হয়। কিন্তু সম্প্রতি স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে গড়ে ওঠে মৌ দাসের। তার জেরে দাম্পত্য কলহ সংসারে দেখা দেয়। তারপরও পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাননি যুবতী মৌ। উলটে অশান্তি বাড়তে থাকায় স্বামী এবং দুই꧟ সন্তানকে ছেড়ে দু’মাস আগে প্রেমিকের সঙ্গে সংসার ত্যাগ করেন মৌ দাস। প্রতিবেশীরা জানান, তখন থেকে অবসাদে ভুগছিলেন রাজেশ দাস। কিন্তু সেখান থেকে এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেননি।
আরও পড়ুন: বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা, তমলুক সরগরম
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পেয়েছেন তিনজনই। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের দশ নম্বর ওয়ার্ডে। দুই শিশু সন্তান–সহ ওই যুবককে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুই সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে চলে যান ওই যুবক। এক সন্তানের হাতে ধরে এবং অন্যজনকে কোলে নিয়ে নদীর ঘাটে গিয়ে ঝাঁপ দেন রাজেশ দাস। এই ঘটনা দেখে তৎক্ষণাৎ স্থ𓆏ানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করতে নামেন। তไবে তিনজনকেই উদ্ধার করা সম্ভব হয়। এখন হাসপাতালে চিকিৎসাধীন হলেও সকলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া এই বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে স্ত্রীকে বেরিয়ে আসতে একাধিকবার বোঝান রাজেশ দাস। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তাঁর দুই সন্তানের বয়স ৮ বছর এবং ৪ বছর। দুই শিশুকে বিষ খাইয়ে নিজেও বিষ খান রাজেশ দাস। তারপর গঙ্গায় ঝাঁপ দেন। এই ঘটনা নিয়ে রাজেশের মা খুকু দাস বলেন, ‘আমার বৌমা অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। আর তখন থেকে ছেলে মানসিক অবসাদে ভুগছিল। মাঝেমধ্যে ছেলে সন্তানদের উপরে বিনা কারণে রেগে যেত। আমার মনে হয় বউয়ের উপর রাগ থেকে এই কাজ করে ফেলছিল। এবার তো চরম🅠 পদক্ষেপ করল।’