বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Narendrapur Ramakrishna Mission in HS: প্রথম দশে ৯, মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার!
পরবর্তী খবর
Narendrapur Ramakrishna Mission in HS: প্রথম দশে ৯, মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার!
উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর আরও আট সহপাঠী এবারের উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। এর আগে এবছরের মাধ্যমিকেও নজর কাড়া ফলাফল করেছিলে নরেন্দ্রপুর রাকৃষ্ণ মিশন।
উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু
মাধ্যমিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১২ জন পড়ুয়া স্থান করে নিয়েছিলেন প্রথম দশে। উচ্চমাধ্যমিকেও মেধাতালিকায় জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। দ্বাদশের ফলপ্রকাশ হলে আজ দেখা যায়, এই স্কুল থেকে ৯ জন প্রথম দশে স্থান করে নিয়েছে। এবার রাজ্যে উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধিকারীও এই স্কুলেরই। শুভ্রাংশু সর্দার। অঙ্কের সঙ্গে অর্থনীতি এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে ৪৯৬ নম্বর পেয়েছেন তিনি। তাঁর আরও ৮ সহপাঠী এবারে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। স্কুলে দ্বিতীয় এবং রাজ্যে চতুর্থ হয়েছেন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শুভ্রাংশুর থেকে মাত্র তিন নম্বর কম পেয়েছেন তিনি। আর নরেন্দ্রনাথের থেকে দু'নম্বর কম পেয়ে ষষ্ঠ হয়েছেন অর্কদীপ ঘরা। (আরও পড়ুন: 'সায়েন্স' না নিয়েও উচ্চমাধ্যমিকে প্রথম, কোন কোন বিষয়ে ১০০ পেয়েছেন শুভ্রাংশু?)