সাংসদ জহর সরকারের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা ঘোষণার সিদ্ধান্তকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র আক෴্রমণ করলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, এই সরকারের নির্লজ্জতার চামড়া এত মোটা যে কোনও প্রতিবাদ এদের স্পর্শ করে না।
আরও পড়ুন - 'নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে পু🎶লিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব'
পড়তে থাকুন - অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ ভুয়ো, অভিষেকের পোস্টের জবাব দিলেন আরজি করের সꩵুপার
অধীরবাবু বলেন, ‘জহর সরকারের ইস্তফার কোনও প্রতিফলন হবে কি না আমার সন্দেহ আছে। গন্ডারের যেমন চামড়া মোটা হয়, কোনও কিছু ভেদ করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার চামড়া এতই মোটা যে কোনও যুক্🃏তি - তর্ক, কোনও প্রতিবাদ, কোনও অনুকম্পা অনুভূতি তাদের স্পর্শ করে না।’
রবিবার দুপুরে তৃণমূল নেত্রী ম🐓মতা বন্দ্যোপাধ্যায়কে একটি ২ পাতার চিঠি লিখে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা ঘোষণা করেন জহর সরকার। চিঠিতে কেন তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট করেছেন জহরবাবু। তিনি লিখেছেন, সরকারের আরও কোনও বক্তব্যকে 🍌বিশ্বাস করছে না জনগণ।
আরও পড়ুন - 'আরজি 🏅করের নতুন মেশ꧂িনগুলো সব নিজের নার্সিংহোমে লাগিয়েছে'