আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর জয়নগরে ১০ বছরের নাবালিকার একই পরিণতি। এই অবস্থায় পুজো উদ্বোধন করবেন না বলে ঘোষণা করলেন রাজ🌱্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি।
আরও পড়ুন - পাচারের সময় নদিয়া সীমౠান্তে উদ্ধার আজব প্রাণী, জানেন এর নাম কী?
পড়তে থাকুন - অপেক্ষা আর কয়েক🌞 দিনের, ভারতের আরও ৬০০ কিমি কাছে চলে আসবে আফ্রিকা
এদিন সুকান্তবাবু বলেন, ‘এই দেবীপক্ষ স্বস্তির নয়। প্রথমত, অভয়ার বিচার এখনো হয়নি। তাই মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবত🧔ীয় তথ্যপ্রমাণ নষ্ট করার জন্য, যে ভাবে দুর্বত্তদের বাঁচানোর চেষ্টা হয়েছে সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের ওপরে মানুষ রুষ্ট। দেবীপক্ষের মধ্যে জয়নগরের বিজয়াকে যে ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, একজন নাগরিক হিসাবে, মেয়ের বাবা হিসাবে আমি ঠিক করেছি, আমি কোনও পুজো উদ্বোধন করব না। বহু জায়গায় বারোয়াড়ি পুজো আমার উদ্বোধন করার কথা ছিল। আমি মণ্ডপে যাব কিন্তু কোনও পুজো উদ্বোধন করব না। আমি এভাবে প্রতিবাদ জানাব। ঠাকুরের কাছে প্রার্থনা করব, যে সরকার মায়েদের নিরাপত্তা দিতে পারে না তাকে উৎখাত করো।’
আরও পড়ুন - পদ হারিয়ে বেকায়দায় প্রাক্তন পুলিশ কমিশনাღর বꦉিনীত, হতে পারে ২ বছরের জেল
তিনি জানান, ‘সব ঠিকঠাক থাকলে আগামিকাল জয়নগরে যাব। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষেরꦬ প্রতিবাদ করা উচিত। জয়নগরের ঘটনা সাধারণ ধর্ষণ ও খুনের ঘটনা নয়। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা। অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। নারী সুরক্ষায় এরাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে পদ থেকে সরে যাওয়া। বিবেকের তাড়নায় এবার আমি কোথাও পুজো উদ্বোধন করতে য꧃াব না বলে ঠিক করেছি।’