দুই বন্ধুকে নদীতে তলিয়ে যেতে দেখে গঙ্গায় ঝাঁপ মেরেছিল কিশোর। কিন্তু, বন্ধুদের উদ্ধার করতে গিয়ে তলিয়ে গেল সেও। আজ (রবিবার - ২৫ মে, ২০২৫) দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে হুগলির শ্রীরামপুরে। নিখোঁজ ওই কিশোর এবং তার বন্ধু এক কিশোরী ও এক বালিকার খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। কিন্তু, শেষ পাওয়া খবর অনুসারে - এখনও পর্যন্ত তাদের কারও সন্ধান পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গঙ্গায় তলিয়ে যাওয়া ওই তিন নাবালক নাবালিকা হল - নিসা রায় (১৭), অঞ্জলি মাহাত (১২) ও রোহন প্রসাদ (১৬)। এরা তিনজনই শ্রীরামপুর পুরসভা এলাকার ২১ নম্বর ওয়ার্ডের শীতলাতলার বাসিন্দা।
এদিন তিন বন্ধু গঙ্গায় স্নান করতে গিয়েছিল। স্থানীয় সুড়কি ঘাটে বেশ কিছুক্ষণ বসে ছিল তারা। তারপর নিসা ও অঞ্জলি জলে নামে। কিন্তু, নদীতে জোয়ার থাকায় মুহূর্তে ভেসে যায় দু'জনে। সেই সময় ঘাটেই বসেছিল রোহন। বন্ধুদের ভেসে যেতে দেখিয়ে সেও নদীতে ঝাঁপিয়ে পড়ে। এরপর তিন বন্ধুই একসঙ্গে তলিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান শ্রীরামপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। নদীতে স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু হয়। শেষ পাওয়া খবর অনুসারে - সেই তল্লাশি এখনও চলছে। কিন্তু, নিখোঁজ তিন বন্ধুর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এলাকার কাউন্সিলর শান্তনু গঙ্গোপাধ্য়ায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'জোয়ারের টানে দুই নাবালিকাকে তলিয়ে যেতে দেখেই ঝাঁপিয়ে পড়ে রোহন। ওদের বাঁচাতে গিয়ে রোহন নিজেও গঙ্গায় তলিয়ে যায়।'
একই কথা বলেছেন রোহনের বাবা রাম প্রসাদ। তিনি জানান, ছেলেটা ঘাটের ধারে বসে ছিল। স্নান করতে নামেনি। কিন্তু, বিপদে দেখে বন্ধুদের বাঁচাতে গঙ্গায় ঝাঁপ মারে। তারপর থেকেই নিখোঁজ রোহন।