কলকাতার রিজেন্ট পꩵার্ক থানা এলাকায় এক নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের হতেই অভি🅘যুক্ত বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ। নির্যাতিত নাবালকের দাবি, ঘটনার কথা প্রকাশ করলে প্রাণের হুমকি দিত বাড়িওয়ালা।
আরও পড়ুন - ফের রক্তে ভিজল তিলোত্তমার মাট⛄ি, সাতসকালে আন🧸ন্দপুরে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ
পড়তে থাকুন - আরজি করে খুনের পরে সঞ্জয়✃ের ফোন এক পুলিশকে? বারাকে গিয়ে ঘুম, সিবিআইয়ের নজরে এএসআই, প্রশ্ন 🐎শুনেই ছুট!
জানা গিয়🗹েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার একট♔ি বাড়িতে ভাড়া থাকেন নাবালক ও তাঁর মা। দীর্ঘদিন ধরে ঘরে ডেকে নিয়ে গিয়ে নাবালকের সঙ্গে কুকর্ম করত ৪৪ বছর বয়সী বাড়িওয়ালা। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিত সে। মঙ্গলবার ঘটনার কথা বন্ধুদের জানায় নাবালক। এর পর মাকেও বিষয়টি জানায় সে। এর পর স্থানীয়দের সঙ্গে থানায় গিয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালকের মা।
আরও পড়ুন - ‘পশ্চিমবঙ্গের সরকার এখন জনগণের বিশ্বাস হারিয়েছে’, মুꦡখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যপাল
অভিযোগ পেয়ে রাতেই ওই বাড়িতে পৌঁছয় পুলিশ। বাড়িওয়ালাকে আটক করে নিয়ে যায় থানায়। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তাকে গ্রেফতার করা হয়েছে কি না তা জানা যায়নি। ওদিকে ঘটনার জেরে ভেঙে পড়েছে ১৪ বছরের ক🌞িশোর। পুলিশ তার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।