আবেগের ডার্বিতে এবার প্রতিবাদের ছোঁয়া। ঘটি-বাঙালের চিরপ্রতিদ্বন্দ্বিতার মাঝেই জাতীয় নাগরিক পঞ্জিj (এনআরসি) বিরোধিতায় একইসঙ্গে সামিল হলেন মোহনবাগান-ই𒐪স্টবেঙ্গল সমর্থকরা। সেই প্রতিবাদের সুরে মিলেমিশে একাকার হয়ে গেল খেলার মাঠের চিরশত্রুরা।
আরও পড়ুন : প্রতিবাদের ভাষায় যুবভারতীতে মিশে গ💟েল লাল-হলুদ ও সবুজ-মের💙ুন
কানায় কানায় ভরতি ছিল রবিবাসরীয় যুবভারতী। পোস্টার, ব্যানার নিয়ে এসেছিলেন দু'দলের সমর্থকরাই। ছিল টিফো। মোহনবাগান-ইস্টবেঙ্গলের সমর্থনে ব্যানারের ভিড়ে জ্বলজ্বল করছিল এনআরসি বিরোধী ব্যানার। তা সে লাল-༺হলুদ গ্যালারি হোক বা সবুজ-মেরুন গ্যালারি হোক, প্রতিবাদের রঙে রাঙা ছিল রবিবারে☂র যুবভারতী।
লাল-হলুদ পতাকার মাঝে তেমনই একটি ব্যানার ছিল। তাতে লেখা - 'রক্ত দিয়ে কেনা মাট𝓀ি,কাগজ দিয়ে নয়'। ভিটেমাটি হারানোর কান্না-যন্ত্রণা যেন মেশানো ছিল সেই ব্যানারে। সবুজ-মেরুন জনতার ভিড়েও তখন ধরা পড়ল একটি ব্যানার। তাতে জ্বলজ্বল করছে - 'যখন আমরা ছিলাম, তখন কাগজ ছিল না'।