সরকার ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন দিয়েছে। সেই ফোনে বুঁদ হয়ে আছে ছাত্রছাত্রীদের অনেক🍎েই। কিন্তু এবার প্রশ্ন সরকারি শিক্ষাদফতরের যে বই দেওয়ার কথা ছিল সেই বই কোথায় গেল? এবার সেই প্রশ্ন তুলেই আন্🌄দোলনে নামল বাম ছাত্র যুব সংগঠন।
একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে গিয়েছে। কিন্তু পাঠ্য বই কোথায় গেল? বৃহস্পতিবার এই ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নামে বামেদের ছাত্র যুব সংগঠন। তাদের দাবি বহু ছাত্রছাত্রী তাদের পাঠ্য বই পায়নি। এর জেরে তারা সমস্যায় পড়ে গিয়েছে। সবার পক্ষে পিডিএফ দিয়ে চালানো সম্ভব নয়। বাংলার বহু প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে ইন্টারনেটের কানেকশন এখনও যথাযথ নেই। সেক্ষেত্রে তাদের পক্ষে এই পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা চালিয়ে যাওয়া এককথায় অসম্ভব♉। ꦦ;
ছাত্র ফেডারেশনে রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, একাদশ শ্রেণির বই হারিয়ে গিয়েছে। আমাদের শিক্ষার পরিবেশ হারিয়ে যাচ্ছে। সিলেবাসের উপর প্রথমে আঘাত হানা হয়েছ꧃ে। এবার বইটাই দেওয়া হচ্ছে 𒊎না। যে আগামী প্রজন্মের দিকে সকলে মুখিয়ে আছে, সেই ছাত্রছাত্রীদের হাতে বই দেওয়া হচ্ছে না। শিক্ষা দফতর তাহলে কী করছে? সেই প্রশ্নটাই জানতে চাইছি আমরা।