বস্তিতে বসবাসকারী মানুষদের থাকার সুব্যবস্থা করার জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে ৪৮টি ফ্ল্যাটের চুক্তিপত্র সুবিধাভোগীদের হস্তান্তর করল🤪েন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। চেতলার রাখাল দাস অডি রোডে মঙ্🐻গলবার চুক্তিপত্র সহ ‘টোকেন কি’ সুবিধাভোগীদের হাতে তুলে দেন মন্ত্রী।
বারবার বউবাজꦛারে কেন বিপত্তি ঘটছে? মেট্রো কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মেয়র
এদিন চুক্তিপত্র হস্তান্তরের পর ফিরহাদ হাকিম বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা এলাকায় বস্তিতে বসবাসকারী মানুষদের ফ্ল্যাট দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন। এরফলে তারা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। আমরা চুক্তিপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করেছি।’ একইসঙ্গে তিনি জানান, এই ফ্ল্যাটগুলি এখন ঠিকা জমিতে রয়েছে। এগুলি বস্তি পুনর্বাসন প্রকল্🐭পের অধীনে নির্মিত হয়েছে। রাজ্য মন্ত্রিসভায় বিষয়টি পাশ করে ফ্ল্যাটগুলিকে হস্তান্তর করা হবে। খুব শীঘ্রই তা করা হবে বলে তিনি জানান।
যে ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে সেগুলি ৩২০ স্কোয়ার ফুটের। এক একটি ফ্ল্যাটে রান্নাঘর, বাথরুম এবং বারান্দা রয়েছে। ফিরহাদ জানান, চুক্তি ♕অনুযায়ী প্রাপকদের একটি সোসাইটি গঠন করতে হবে এবং ভবন, পাম্প হাউস, কমন প্যাসেজ প্রভৃতি বিষয়ে হাউজিং কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ করতে হবে। সুবিধাভোগীরা কমপক্ষে ১৫ বছর এই ফ্ল্যাট বিক্রি করতে পারবেন না। তবে এই সময় পর প্রাপকরা মালিক🐼ানার অধিকার পাবেন। তখন তার তাদের ফ্ল্যাট বিক্রি করতে পারবেন।