মাঝ রাতে মধ্য কলকাতায় চলল গুলি। নিউ মার্কেট লাগোয়া মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আহত যুবকের পায়ে গুলি লেগেছে। বলে জানা গিয়েছে। তিনি কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনায় অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
আরও পড়ুন - তিলক কেটে আসতে বারণ ছাত্রীকে, তীব্র বিক্ষোভের মুখে সুর নরম মুর্শিদাবাদের স্কুলের
পড়তে থাকুন - বিধানসভার অফিসের কম্পিউটারে চলছে গেম, দিলীপ ঘোষের ‘অভিযান’এ ধরা পড়ল হাতে নাতে
স্থানীয়রা জানিয়েছেন, বাইকে রেষারেষি নিয়ে ২ দল যুবকের মধ্যে বিবাদের জেরে শুক্রবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মির্জা গালিব স্ট্রিট এলাকা। দু’দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত বাড়লে যে যার বাড়িতে চলে যান ওই যুবকরা। গভীর রাতে প্রায় ৮০ জন যুবক দল বেঁধে ফের ওই এলাকায় ফিরে আসেন। তখন কিডস স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে ঘুমাচ্ছিলেন এখলাস বেগ (২৯) নামে ওই যুবক। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় সোনা নামে এক যুবক। গুলি লাগে যুবকের পায়ে। এর পর এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পার্ক স্ট্রিট থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে ওই যুবককে কলকাতা মেডিক্যাল কলেদ পাঠায় তারা। চিকিৎসকরা জানান, যুবকের পায়ে গুলি লেগেছে।
আরও পড়ুন - প্রভাবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান, আদালতে জানাল ED
এই ঘটনায় FIR দায়ের করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। যোগ করা হয়েছে অস্ত্র আইনের ধারা। খাস কলকাতায় এই ঘটনায় রাতে শহরের পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঠিক কী কারণে গুলি চলল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার জেরে এলাকার ফুটপাথবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।