শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসতেই একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পরে বিচারপতির নির্দেশে চাকরি গিয়েছে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর। বেআইনিভাবে নিয়োগ হওয়ার অভিযোগে ওই সমস্ত কর্মীদের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে তাঁরা সরকারের কাছ থেকে যত বেতন পেয়েছেন সেই টাকাও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের সিঙ্গেল বেঞ্চের এই রায়কে মেনে নিতে পারেনি চাকরি প্রার্থীরা। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের ব্যবস্থা হয়েছিলেন তাঁরা। আর এবার বেতন ফিরে দেওয়ার নির্দেশকেও চ্যালেঞ্জ করে তাঁরা কলকাতায় কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন। ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি।
মামলাকারীদের বক্তব্য, তাঁরা পাঁচ বছর ধরে চাকরি করছেন, শ্রম দিয়েছেন, তার পরিবর্তে বেতন পেয়েছেন। তাঁরা জানিয়েছেন, ‘কাজ করেছি, টাকা কেন ফেরত দেব’? তা সত্ত্বেও কেন তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হল? আগামী বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৮২৩ জনের ওএমআর শিট বিকৃত করে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই কথা কার্যত স্বীকার করে নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, ২৮২৩ জনের মধ্যে ১৯১১ জনকে নিয়োগ করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে। বিষয়টি জানার পরে চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গত ১০ ফেব্রুয়ারি বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে ক্ষমতা প্রয়োগ করে আইন অনুযায়ী বেআইনিভাবে চাকরি পাওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেইসঙ্গে বিচারপতি নির্দেশ দেন অবিলম্বে তাঁদের বেতনের টাকাও ফিরিয়ে দিতে হবে। তাছাড়া, ওই কর্মীরা অন্য কোনও চাকরির পরীক্ষায় আর কখনও বসতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এনিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল কমিশন। এরপরে ১৯১১ জনের চাকরি বাতিল হয়ে যায়। তাঁরা ১৩ ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার তাঁরা বেতন ফেরত দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানিয়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup